Donkey Meat: চড়চড় করে বাড়বে যৌন ইচ্ছা, কমবে শ্বাসকষ্ট...রমরমিয়ে গাধার মাংস বিক্রি হচ্ছে 'সোনা'র দামে!

Last Updated:

গাধার মাংস পিঠ এবং কোমরের ব্যাথা কমাতে অব্যর্থ। এই মাংস খেলে কমে শ্বাসকষ্টের মতো দীর্ঘদিন শরীরে বাসা বেঁধে থাকা রোগ। সর্বোপরি, গাধার মাংস কামোত্তেজনা বাড়ায় চড়চড় করে।

#গুন্টুর: সাপ, ব্যাং বা শূকরের মতো রেস্তোরাঁয় খেতে গেলে অনেকেই চেখে দেখতেন গাধার মাংস। অনেকেই খেতেন না। এক একথায় গাধার মাংস ছিল শুধুই ডেলিকেসি। কিন্তু এখন সেই মাংসই সাধারণের চাহিদার তালিকার প্রায় শীর্ষে উঠে এসেছে। আর তাতেই চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের কপালে। ঝড়ের গতিতে কমে যাচ্ছে গাধার সংখ্যা। তাই গাধার মাংস খাওয়া রোধের জন্য রীতিমতো ময়দানে নেমে লড়তে হচ্ছে আধিকারিকদের।
কিন্তু হঠাৎ কেন এই চাহিদা? অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার প্রকাশম, কৃষ্ণা, পশ্চিম গোদাবরী এলাকার বাসিন্দাদের বিশ্বাস গাধার মাংস পিঠ এবং কোমরের ব্যাথা কমাতে অব্যর্থ। এই মাংস খেলে কমে শ্বাসকষ্টের মতো দীর্ঘদিন শরীরে বাসা বেঁধে থাকা রোগ। সর্বোপরি, গাধার মাংস কামোত্তেজনা বাড়ায় চড়চড় করে। স্থানীয় প্রশাসনের দাবি, এ ভাবে গাধার মাংসের চাহিদা বাড়ার ফলে কমে যাচ্ছে গাধার সংখ্যা। পরিস্থিতি রীতিমতো ভয়ঙ্কর জায়গায় পৌঁছে গিয়েছে। যদিও ২০০১ সাল থেকে গাধা জবাই নিষিদ্ধ। তারপরেও হুঁশ ফেরেনি অসাধু ব্যবসায়ীদের।
advertisement
অ্যানিম্যাল রাইট অ্যাক্টিভিস্টদের মতে, এ ভাবে গাধার মাংস বিক্রি করার একটি অসাধু চক্র রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। যারা কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র থেকে গাধা এনে সেগুলি জবাই করে মাংস স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিক্রি করছে। রিপোর্ট অনুযায়ী, এক কেজি গাধার মাংসের দাম ৬০০ টাকা। একটি সম্পরণ গাধা সেক্ষেত্রে বিক্রি হচ্ছে ১৫-২০ হাজার টকায়।
advertisement
advertisement
কিন্তু কীভাবে এই জনপ্রিয় হল গাধার মাংস? স্থানীয়দের বিশ্বাস গাধার মাংস শ্বাসকষ্ট-সহ শ্বাসযন্ত্রের একাধিক সমস্যা সারিয়ে ফেলতে পারে। পাশাপাশি জোন উত্তেজনা বাড়িয়ে দেন।  অ্যানিম্যাল রাইট অ্যাক্টিভিস্টদের দাবি, প্রকাশম এলাকা থেকে গাধার মাংস খাওয়ার চল শুরু হয় প্রথম। প্রকাশমে মূলক অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত দুষ্কৃতীদের বাস। সেখানে একসময় প্রচলিত ছিল গাধার রক্ত খেলে 'ঝড়ের গতি'তে দৌড়নো সম্ভব। সেই থেকেই গাধা হত্যার চল শুরু। তারপর থেকে সেই হত্যালীলা বন্ধ হয়নি। এমনকি, সেখানকার মৎস্যজীবীদের বিশ্বাস, গাধার রক্ত সেবন যাত্রা শুভ করে। ফলে অনেকেই রক্ত পান করে সমুদ্রে মাছ ধরতে যেতেন।
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Donkey Meat: চড়চড় করে বাড়বে যৌন ইচ্ছা, কমবে শ্বাসকষ্ট...রমরমিয়ে গাধার মাংস বিক্রি হচ্ছে 'সোনা'র দামে!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement