Delhi Murder : ফের নৃশংস নারীহত্যা দিল্লিতে! প্রেমিকার নিথর দেহ উদ্ধার প্রেমিকের ধাবার ফ্রিজে

Last Updated:

Delhi Murder : দক্ষিণ পশ্চিম দিল্লির নজফগড় এলাকায় একটি ধাবার ফ্রিজ থেকে পাওয়া গেল ২৫ বছর বয়সি তরুণীর মৃতদেহ

ফের রাজধানীতে রেফ্রিজারেটর থেকে উদ্ধার তরুণীর দেহ
ফের রাজধানীতে রেফ্রিজারেটর থেকে উদ্ধার তরুণীর দেহ
নয়াদিল্লি : আফতাবের হাতে তার প্রেমিকা শ্রদ্ধার নৃশংস হত্যার আতঙ্ক এখনও যায়নি। ফের রাজধানীতে রেফ্রিজারেটর থেকে উদ্ধার তরুণীর দেহ। এ বার দক্ষিণ পশ্চিম দিল্লির নজফগড় এলাকায় একটি ধাবার ফ্রিজ থেকে পাওয়া গেল ২৫ বছর বয়সি তরুণীর মৃতদেহ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে তিন দিন আগেই দিল্লির উত্তম নগরের বাসিন্দা ওই তরুণীকে খুন করা হয়েছে। ঘটনায় অভিযুক্ত সন্দেহে গ্রেফতার করা হয়েছে ধাবামালিক সাহিল গেহলোটকে। তাঁর সঙ্গে নিহত তরুণীর প্রেমের সম্পর্ক ছিল বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, " অন্য তরুণীর সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল সাহিলের। এই কথা তার প্রেমিকা জানতে পারার পরই তিনি বিয়ের জন্য চাপ দিতে থাকেন। " অভিযোগ, এই পরিস্থিতিতে মেজাজ হারিয়ে প্রেমিকাকে খুন করে সাহিল। তার পর তা লুকিয়ে রাখে নিজের ধাবার ফ্রিজে। উদ্ধার করা দেহ অটোপ্সির জন্য পাঠানো হয়েছে।
advertisement
আরও পড়ুন :  টাকার বিনিময়ে রক্তের কারবার! গোপন অভিযানে আটক ২
প্রসঙ্গত কয়েক মাস আগেই শ্রদ্ধা ওয়ালকর হত্যাকাণ্ডে শিহরিত হয়ে ওঠে দিল্লি-সহ সারা দেশ। দিল্লির মেহরৌলির ছতরপুরে ফ্ল্যাট ভাড়া করে প্রেমিক আফতাব পুনাওয়ালার সঙ্গে থাকতেন শ্রদ্ধা। অভিযোগ, ওই ফ্ল্যাটেই শ্রদ্ধাকে খুন করে তাঁর দেহ ফ্রিজে ভরে রাখে আফতাব। এর পর কয়েক দিন ধরে প্রেমিকার নিথর দেহ ৩৫ টুকরোতে খণ্ডিত করে। সে সব রাখার জন্য কিনে আনে বড় ফ্রিজ।
advertisement
advertisement
আরও পড়ুন :  এই ভাইরাল অসুখে আক্রান্ত হয়ে হাসপাতালে ভিড় বাড়ছে অসুস্থ শিশুদের
এর পর খণ্ডিত দেহাংশ ছড়িয়ে দিত মেহরৌলি এলাকায়। ঘটনার তদন্ত এখনও চলছে। জানা গিয়েছে, শ্রদ্ধার বিয়ের প্রস্তাবে কিছুতেই রাজি ছিল না তাঁর লিভ ইন পার্টনার আফতাব। এই নিয়ে রোজ ঝগড়া অশান্তি লেগেই থাকত। অভিযোগ, একদিন ঝগড়ার মধ্যেই শ্রদ্ধাকে খুন করে আফতাব।
advertisement
এই ঘটনার তদন্ত শেষ হওয়ার আগেই ফের একই ধরনের হত্যাকাণ্ডে তীব্র চা‍ঞ্চল্য ছড়িয়েছে।
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Delhi Murder : ফের নৃশংস নারীহত্যা দিল্লিতে! প্রেমিকার নিথর দেহ উদ্ধার প্রেমিকের ধাবার ফ্রিজে
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement