বাড়ির মধ্যেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার ব্যক্তির পচা-গলা মৃতদেহ !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
বৃহস্পতিবার সকাল থেকেই পাড়ার মধ্যে দুর্গন্ধ ছড়াতে শুরু করে। খবর দেওয়া হয় বোলপুর থানায়।
#বোলপুর: বোলপুর থানার স্কুলবাগান এলাকায় বাড়ির মধ্যে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির পচা-গলা মৃতদেহ উদ্ধার হল। বৃহস্পতিবার সকাল থেকেই পাড়ার মধ্যে দুর্গন্ধ ছড়াতে শুরু করে। খবর দেওয়া হয় বোলপুর থানায়।
পুলিশ এসে গ্যাস কাটারে করে দরজা কেটে মৃতদেহ উদ্ধার করে। জানা গিয়েছে, মৃতের নাম রাজীব শর্মা। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে পারিবারিক বিবাদের জেরে অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছে রাজীব। পরিবার সূত্রে জানা গিয়েছে, দিন দশেক আগে অশান্তি হওয়ায় রাজীবের স্ত্রী ও পুত্রকে নিয়ে চলে যায় তার শ্বশুরবাড়ির লোকজন। তারপর থেকেই সবার সঙ্গে কথাবার্তা বন্ধ করে দিয়েছিল।
advertisement
দিন চারেক তাকে আর দেখা যায়নি। এদিন তাঁর মৃতদেহ উদ্ধার হল তার নিজের বাড়ি থেকেই। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
advertisement
Location :
First Published :
June 25, 2020 5:53 PM IST