Cop Mowed Down in Jharkhand || হরিয়ানার ঘটনার পুনরাবৃত্তি ঝাড়খণ্ডে! গাড়ি চাপা দিয়ে সাব ইনস্পেক্টরকে পিষে মারল দুষ্কৃতীরা
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Cop Mowed Down in Jharkhand || ঝাড়খণ্ড পুলিশ জানিয়েছে, বাজেয়াপ্ত গাড়ি থেকে ১০টি পশু উদ্ধার করা হয়েছে৷ ঘটনার পরে, এলাকায় পুলিশি অভিযান শুরু হয়েছে৷ সিসিটিভি ফুটেজ পরীক্ষা চলছে।
রাঁচি: হরিয়ানায় পুলিশ অফিসারের খুনের ঘটনার রেশ এখনও দগদগে৷ এরই মধ্যে একই ঘটনা আবারও৷ মঙ্গলবার রাতে ঝাড়খণ্ডের এক সাব-ইন্সপেক্টরকে খুন করা হল একই প্যাটার্নে। আারও একবার শিউরে উঠল গোটা দেশ৷
সূত্রের খবর, সাব-ইন্সপেক্টর সন্ধ্যা টপনোকে টুপুদানায় গাড়ি চেক করার সময় খুন করা হয়৷ তিনি তুপুদানা থানার ইনচার্জ ছিলেন। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানান এসএসপি রাঁচি কৌশল কিশোর। সূত্রের খবর, ওড়িশা থেকে গবাদি পশু বহনকারী একটি পিকআপ ট্রাক সম্পর্কে পুলিশকে খবর দেওয়া হয়েছিল। তথ্য অনুযায়ী, গাড়িটি রাঁচি দিয়ে যাওয়ার কথা ছিল। সেই মতো রাঁচির কাছাকাছি গাড়িটি এলে সন্ধ্যা গাড়ি থামানোর নির্দেশ দেন এবং তখনই তাঁকে পিষে মারে সেই ট্রাক৷
advertisement
advertisement
সম্প্রতি হরিয়ানার এক পুলিশ অফিসারকে পিষে মেরেছে খনি মাফিয়ার দল। হরিয়ানা পুলিশের ডেপুটি সুপারিন্টেডেন্ট সুরেন্দ্রনাথ সিং নুহ জেলায় একটি বেআইনি খনি চলার খবর পেয়ে সেটি বন্ধ করতে যান। সেখানেই একটি ট্রাককে হাতে-নাতে ধরে ফেলেন তিনি। ট্রাকটিকে দূর থেকে আসতে দেখে দাঁড়াতে বলেন। সেখানে কাগজপত্র ও মালপত্র খতিয়ে দেখার কথা ছিল তাঁর। কিন্তু পুলিশ দেখেই আতঙ্কে গাড়ির স্পিড বাড়িয়ে দেয় চালক। সেই লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ওই ডেপুটি পুলিশ সুপারের। ঠিক একই ভাবে মারা হয় সন্ধ্যাকেও৷
advertisement
ঝাড়খণ্ড পুলিশ জানিয়েছে, বাজেয়াপ্ত গাড়ি থেকে ১০টি পশু উদ্ধার করা হয়েছে৷ ঘটনার পরে, এলাকায় পুলিশি অভিযান শুরু হয়েছে৷ সিসিটিভি ফুটেজ পরীক্ষা চলছে।
Location :
First Published :
July 20, 2022 4:04 PM IST