Crime News: ভাই যখন ভাইয়ের শত্রু! পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদের জেরে চরম পরিণতি হল দুই ভাইয়ের

Last Updated:

Crime News: পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ভাইয়ের হাতে খুন হতে হলো এক ভাইকে। অপর এক ভাই গুরুতর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহার ১ নম্বর ব্লকের মোয়ামারী এলাকায়।

পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদের জেরে চরম পরিণতি হল দুই ভাইয়ের
পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদের জেরে চরম পরিণতি হল দুই ভাইয়ের
কোচবিহার: ভাইয়ের হাতে খুন হতে হলো এক ভাইকে। অপর এক ভাই  আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহার ১ নম্বর ব্লকের মোয়ামারী এলাকায়। মূলত পৈতৃক সম্পত্তি পাঁচ কাঠা জমিতে ট্র্যাক্টর দিয়ে চাষ করা নিয়েই বিবাদের সূচনা। তারপরেই ঘটে এই হাড়হিম করা ঘটনা। ঘটনার পর গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় এক ভাইকে উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক জমি নিয়ে চার ভাইয়ের মধ্যে ঝগড়া-বিবাদ চলছিল দীর্ঘ সময় ধরে। পাঁচ কাঠা জমি নিয়ে এই গন্ডগোল এদিন মাত্রা ছাড়াল। এদিন সকালে জমিতে ট্রাক্টর দিয়ে হাল চাষ করতে গেলেই গন্ডগোলের সূত্রপাত হয়। বড় দুই ভাই একদিকে এবং ছোট দুই ভাই একদিকে। বড় দুই ভাইয়ের নাম পাঞ্জাব আলী ও পসিরউদ্দিন মিয়া । একসময় এই পসিরউদ্দিন ডাকাত হিসেবে বিশেষ ভাবে পরিচিত ছিল এই এলাকায়। ঘটনার সময় পাঞ্জাব ও পসিরউদ্দিন তাঁদের তিন নাম্বার ভাই জামসের আলীর গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ছোট ভাই রহমত আলির গলাতেও আঘাত করা হয়েছিল। তাঁকে গুরুতর আহত অবস্থায় কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানতে পারা গিয়েছে, ‘পৈতৃক জমি নিয়ে চার ভাইয়ের মধ্যে ঝগড়া-বিবাদ চলছিল দীর্ঘ সময় ধরে। পাঁচ কাঠা জমি নিয়ে এই গন্ডগোল এদিন মাত্রা ছাড়িয়ে যায়। এদিন সকালে জমিতে ট্রাক্টর দিয়ে হাল চাষ করার সময় গন্ডগোলের সূত্রপাত হয়। বড় দুই ভাই মিলে এক ভাইকে গলায় ধারালো অস্ত্রের কোপ মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। অপর এক ভাইয়ের ওপরেও আক্রমণ চালানো হয়। তিনিও বর্তমান সময়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। ঘটনা তদন্ত নেমেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। তবে, মূল অভিযুক্ত দুই ভাই ঘটনার পর থেকেই ফেরার হয়ে যায় এলাকা থেকে।’
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Crime News: ভাই যখন ভাইয়ের শত্রু! পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদের জেরে চরম পরিণতি হল দুই ভাইয়ের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement