#পটনা: বিহারের মুজ্জফরপুরের হোমে মেয়েদের যৌন নির্যাতনের ঘটনার পর এবার অবজারভেশন হোমে বিকৃত যৌন লাসার শিকার হতে হল বন্দি নাবালকদের ৷ অভিযোগ আরা এলাকার হোমে অপ্রাকৃতিক যৌন সম্পর্ক স্থাপন করতে বাধ্য করা হয় কয়েকজন নাবালককে ৷ পরিবারের সদস্যদের এবং পুলিশে ঘটনাটি না জানানোর জন্য হুমকি দেওয়া হয় ৷ প্রতিবাদ করায় তাদের বেধড়ক মারধর করা হয় ৷ ঘটনা প্রকাশ্যে আসতেই হোমের কর্তৃপক্ষ নড়েচড়ে বসে ৷ গুরুতর আহত তিনজন নাবালকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য ৷
আরও পড়ুন: যাত্রীদের জন্য নতুন পরিষেবা রেলের, টিকিট বুকিং করার পরও বদলানো যাবে স্টেশন ও যাত্রীর নাম
আহত তিনজনের মধ্যে দু’জন কেমুর দেলের বন্দি ও একজন ভোজপুর জেলের বন্দি ৷ ৩১ জুলাই এসসি/এসটি অ্যাক্ট ও হত্যা মামলায় তাদের রিমান্ড হোমে নিয়ে আসা হয় ৷ সেখানে উপস্থিত অন্য বন্দিরা তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ ৷
আরও পড়ুন: ঘরে রাখা চাল, ডাল, আটায় 'ছাতা' আসলে বিষ! হতে পারে ক্যানসারও
জানা গিয়েছে, আহতদের ভুল বুঝিয়ে বাথরুমে নিয়ে যাওয়া হয় এবং সেখানে অপ্রাকৃতিক যৌন সম্পর্ক স্থাপন করতে বাধ্য করা হয় ৷
আরও পড়ুন: অসম NRC: নামের পাশে লালকালি, বিয়ের ভাঙার আশঙ্কায় ভীত কোচবিহার!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bhojpur, Unnatural sex