ভোজপুরের অবজারভেশন হোমে বিকৃত লালসার শিকার বন্দি নাবালকরা
Last Updated:
বিহারের মুজ্জফরপুরের হোমে মেয়েদের যৌন নির্যাতনের ঘটনার পর এবার অবজারভেশন হোমে বিকৃত যৌন লাসার শিকার হতে হল বন্দি নাবালকদের ৷
#পটনা: বিহারের মুজ্জফরপুরের হোমে মেয়েদের যৌন নির্যাতনের ঘটনার পর এবার অবজারভেশন হোমে বিকৃত যৌন লাসার শিকার হতে হল বন্দি নাবালকদের ৷ অভিযোগ আরা এলাকার হোমে অপ্রাকৃতিক যৌন সম্পর্ক স্থাপন করতে বাধ্য করা হয় কয়েকজন নাবালককে ৷ পরিবারের সদস্যদের এবং পুলিশে ঘটনাটি না জানানোর জন্য হুমকি দেওয়া হয় ৷ প্রতিবাদ করায় তাদের বেধড়ক মারধর করা হয় ৷ ঘটনা প্রকাশ্যে আসতেই হোমের কর্তৃপক্ষ নড়েচড়ে বসে ৷ গুরুতর আহত তিনজন নাবালকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য ৷
আহত তিনজনের মধ্যে দু’জন কেমুর দেলের বন্দি ও একজন ভোজপুর জেলের বন্দি ৷ ৩১ জুলাই এসসি/এসটি অ্যাক্ট ও হত্যা মামলায় তাদের রিমান্ড হোমে নিয়ে আসা হয় ৷ সেখানে উপস্থিত অন্য বন্দিরা তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ ৷
advertisement
advertisement
জানা গিয়েছে, আহতদের ভুল বুঝিয়ে বাথরুমে নিয়ে যাওয়া হয় এবং সেখানে অপ্রাকৃতিক যৌন সম্পর্ক স্থাপন করতে বাধ্য করা হয় ৷
Location :
First Published :
August 01, 2018 5:51 PM IST