ভোজপুরের অবজারভেশন হোমে বিকৃত লালসার শিকার বন্দি নাবালকরা

Last Updated:

বিহারের মুজ্জফরপুরের হোমে মেয়েদের যৌন নির্যাতনের ঘটনার পর এবার অবজারভেশন হোমে বিকৃত যৌন লাসার শিকার হতে হল বন্দি নাবালকদের ৷

#পটনা: বিহারের মুজ্জফরপুরের হোমে মেয়েদের যৌন নির্যাতনের ঘটনার পর এবার অবজারভেশন হোমে বিকৃত যৌন লাসার শিকার হতে হল বন্দি নাবালকদের ৷ অভিযোগ আরা এলাকার হোমে অপ্রাকৃতিক যৌন সম্পর্ক স্থাপন করতে বাধ্য করা হয় কয়েকজন নাবালককে ৷ পরিবারের সদস্যদের এবং পুলিশে ঘটনাটি না জানানোর জন্য হুমকি দেওয়া হয় ৷ প্রতিবাদ করায় তাদের বেধড়ক মারধর করা হয় ৷ ঘটনা প্রকাশ্যে আসতেই হোমের কর্তৃপক্ষ নড়েচড়ে বসে ৷ গুরুতর আহত তিনজন নাবালকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য ৷
আহত তিনজনের মধ্যে দু’জন কেমুর দেলের বন্দি ও একজন ভোজপুর জেলের বন্দি ৷ ৩১ জুলাই এসসি/এসটি অ্যাক্ট ও হত্যা মামলায় তাদের রিমান্ড হোমে নিয়ে আসা হয় ৷ সেখানে উপস্থিত অন্য বন্দিরা তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ ৷
advertisement
advertisement
জানা গিয়েছে, আহতদের ভুল বুঝিয়ে বাথরুমে নিয়ে যাওয়া হয় এবং সেখানে অপ্রাকৃতিক যৌন সম্পর্ক স্থাপন করতে বাধ্য করা হয় ৷
বাংলা খবর/ খবর/ক্রাইম/
ভোজপুরের অবজারভেশন হোমে বিকৃত লালসার শিকার বন্দি নাবালকরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement