ভুয়ো কাস্টমার কেয়ার থেকে সাবধান ! অনলাইন সংস্থার নাম ভাঁড়িয়ে চলছে প্রতারণা

Last Updated:

সামান্য অসতর্ক হলেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাফ। কারণ, প্রতারকদের হাতে এখন নয়া কৌশল 'UPI FRAUD' ৷

#কলকাতা: আপনি কি অনলাইনে কেনাকাটা করেন ? তা হলে সাবধান। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাফ করার নয়া কৌশল নিয়ে হাজির প্রতারকরা। একটা ক্লিক। তা হলেই ঘরে বসে শাড়ি থেকে বাড়ি। পেঁয়াজ থেকে পাঁচফোড়ন। ‘সব পেয়েছি’র বাজার এখন অনলাইনে। আর সেখানেই হাঁ করে রয়েছে প্রতারণার ফাঁদ। সামান্য অসতর্ক হলেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাফ। কারণ, প্রতারকদের হাতে এখন নয়া কৌশল 'UPI FRAUD' ৷
অনলাইন সংস্থার ভুয়ো কাস্টমার কেয়ার নম্বর দিয়েই সাধারণ মানুষকে ঠকানো হচ্ছে ৷ এই সব ভুয়ো কাস্টমার কেয়ার নম্বরে ফোন করলেই বিপদ ৷
গ্রাহকের কাছে পাঠানো হচ্ছে একটি পেমেন্ট লিংক ৷ সেই লিংকে ক্লিক করলেই গ্রাহকের গোপন সব তথ্য ফাঁস ৷ সেই তথ্য হাতিয়েই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাফ করে দিচ্ছে প্রতারকরা ৷ এখানেই শেষ নয়। জনপ্রিয় পেমেন্ট ব্যাঙ্ক Paytm-এর নাম করেও চলছে প্রতারণা। Paytm-এর লোগো নকল করে গ্রাহকদের কাছে পাঠানো হচ্ছে ভুয়ো SMS ৷ ভুয়ো SMS-এ বলা হচ্ছে KYC না করলেই না কি অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে ৷ এই ফাঁদে অনেকেই পা ফেলছেন। ভুয়ো SMS-এর লিংকে ক্লিক করলেই বিপদ ৷ KYC-র নামে গ্রাহকের সব তথ্য লোপাট হয়ে যাচ্ছে ৷ Paytm-এর সঙ্গে যুক্ত সব অ্যাকাউন্টের টাকা তখন সাফ ৷ তাই, SMS আদৌ Paytm-এর কি না যাচাই করা অত্যন্ত জরুরি। না হলেই বিপদ ৷
advertisement
বাংলা খবর/ খবর/ক্রাইম/
ভুয়ো কাস্টমার কেয়ার থেকে সাবধান ! অনলাইন সংস্থার নাম ভাঁড়িয়ে চলছে প্রতারণা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement