ঘুমন্ত গৃহবধূকে বেহুঁশ করে গলা-হাতে ব্লেড চালানোর অভিযোগ, অভিযুক্ত স্বামী
Last Updated:
ঘুমন্ত গৃহবধূ-কে বেহুঁশ করে ব্লেড দিয়ে হামলার অভিযোগ। রাতের অন্ধকারে বাড়ির মধ্যে ঢুকে এক গৃহবধূর গলা ও হাতে ব্লেড চালানোর অভিযোগ।
#সোনারপুর: ঘুমন্ত গৃহবধূ-কে বেহুঁশ করে ব্লেড দিয়ে হামলার অভিযোগ। রাতের অন্ধকারে বাড়ির মধ্যে ঢুকে এক গৃহবধূর গলা ও হাতে ব্লেড চালানোর অভিযোগ।
সোনারপুর থানা এলাকার নয়েরপল্লীতে ঘটনাটি ঘটেছে । তাঁর স্বামী পেশায় মিষ্টি ব্যবসায়ী। এই দিনও আর পাঁচটা দিনের মতই খাওয়া দাওয়া করে স্বামীর সঙ্গেই ঘুমিয়েছিলেন ভদ্র মহিলা ৷ এক বছর আগে বিয়ে হয়েছিল তাঁদের। প্রতিবেশীদের অভিযোগ মাঝে মধ্যেই ঝামেলা, বচসা, কথা কাটাকাটি হত তাঁদের মধ্যে ৷ কখনও কখনও তা পৌঁছত চরমে ৷
advertisement
বাড়িতে ঢিল ছোঁড়ার পাশাপাশি নানান সময় মুখে কাপড় বেঁধে হুমকি দেওয়া হত বলে অভিযোগ। এর আগে ঢিল ছোঁড়াও হয়েছে তাঁকে লক্ষ্য করে। ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ। ওই মহিলার স্বামীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷
advertisement
Location :
First Published :
Jun 18, 2018 1:55 PM IST










