গর্ভপাতে চাপ ! রাজি না হলে অন্তঃসত্তাকে গণধর্ষণ করে খুন
Last Updated:
৩ মাসের অন্তঃসত্তা বধূকে ধর্ষণ করে খুন । জীবনতলা থানার মিয়ার ঘেরী গ্রামের এক বাসিন্দার মেয়ের সঙ্গে সঙ্গে প্রায় আজ থেকে ১ বছর আগে সন্তোষপুরের রবীন্দ্রনগর থানার তাঁর বিয়ে হয়েছিল ।
#বাসন্তী: ৩ মাসের অন্তঃসত্তা বধূকে ধর্ষণ করে খুন । জীবনতলা থানার মিয়ার ঘেরী গ্রামের এক বাসিন্দার মেয়ের সঙ্গে প্রায় আজ থেকে ১ বছর আগে সন্তোষপুরের রবীন্দ্রনগর থানার অন্তর্গত একটি গ্রামে মৃতার বিয়ে হয়েছিল ।
এ পর্যন্ত সব কিছুই ঠিকঠাক ছিল ৷ ৩ মাসের অন্তঃসত্তা মেয়েটিকে গত সোমবার কলেজ থেকে মহিলাকে তুলে নিয়ে গিয়েছিল বাসন্তীর একটি বেসরকারি হাসপাতালে ৷ দুষ্কৃতীরা চাপ দিয়েছিল বাচ্চা নষ্ট করতে ৷ চেষ্টা করলেও তাতে সে রাজি না হওয়ায় ওই মেয়েটিকে ৬ জন মিলে ধর্ষণ করেছে বলে জানা গিয়েছে ৷ চলেছে পাশবিক অত্যাচার ৷
advertisement
এই ব্যাপারে নির্যাতিতার পরিবার জীবনতলা থানায় ধর্ষণের অভিযোগ করেছেন পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷ পুলিশি হেফাজত চেয়ে আদালতে পেশ করা হবে অভিযুক্তকে ৷
advertisement
এই ঘটনায় নির্যাতিতা মেয়েটির মা ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ৷ বাকিদের ধরতে এলাকা জুড়ে চলছে পুলিশি অভিযান ।
Location :
First Published :
July 04, 2018 6:01 PM IST