দেশে ৯৩ শতাংশ ঘটনায় ধর্ষণ করেছে সবচেয়ে কাছের মানুষেরাই, NCRB রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

Last Updated:

মঙ্গলবার প্রকাশিত হল ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট ৷ তাতেই সামনে এল একাধিক চাঞ্চল্যকর তথ্য ৷

#নয়াদিল্লি: ২০১৭ সালে দেশজুড়ে ৩২ হাজার ৫৫৯টি ধর্ষণের ঘটনার মধ্যে ৩০ হাজার ২৯৯টি ঘটনাতেই ধর্ষক ব্যক্তি ধর্ষিতার নিকটাত্মীয়, বন্ধু, পরিবারেরই লোক ৷  ২ বছর পর মঙ্গলবার প্রকাশিত হল ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট ৷ তাতেই সামনে এল একাধিক চাঞ্চল্যকর তথ্য ৷ রিপোর্টে জানা গিয়েছে, মহিলাদের ওপর হওয়া অপরাধে শীর্ষে উত্তরপ্রদেশ। প্রথম তিনে বিহারের জায়গায় উঠে এসেছে মহারাষ্ট্র। উত্তরপ্রদেশে ৫৬,০১১ টি অপরাধ নথিভুক্ত ৷ মহারাষ্ট্রে নথিভুক্ত ৩১,৯৭৯টি ঘটনা ৷ পশ্চিমবঙ্গে ৩০,৯৯২টি ঘটনা ঘটেছে ৷
মোট ধর্ষণের মামলার ৯৩.১ শতাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে, ধর্ষক ধর্ষিতার পূর্বপরিচিত ৷ ৩০,২৯৯ ধর্ষণে অপরাধী নিকটাত্মীয় ৷ ৩,১৫৫ ক্ষেত্রে ধর্ষক পরিবারের মানুষ, বাড়িতেই থাকেন ৷ ১৬,৫৯১ ক্ষেত্রে ধর্ষক আত্মীয়, বন্ধু, পরিচারক, অফিসের বস, প্রতিবেশী বা অন্য চেনা কোনও ব্যক্তি ৷ ১০ হাজার ৫৫৩টি কেসে অভিযুক্ত বন্ধু, অনলাইনে আলাপ হওয়া ব্যক্তি, লিভ-ইন পার্টনার বা বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়া স্বামী ধর্ষক৷
advertisement
rape
advertisement
দেশে অপরাধের তালিকায় শীর্ষে যোগীর উত্তরপ্রদেশ। দেশের অপরাধের ১০.১ শতাংশই বিজেপির উত্তরপ্রদেশে। তালিকায় দ্বিতীয় বিজেপি-শিবসেনার মহারাষ্ট্র। অপরাধ কমছে বাংলায়। জানিয়েছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো। ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশের অপরাধের সংখ্যা প্রকাশ করেছে এনসিআরবি। রিপোর্ট বলছে, ২০১৬-র তুলনায় ২০১৭-য়ে অপরাধের সংখ্যা কমেছে বাংলায়।
advertisement
VICTIMS OF RAPE_Crime Against Women 2017
NCRB এর তরফে জানানো হয়েছে ৷ দেশের বিভিন্ন প্রান্তে প্রত্যেক ৫ মিনিটে বধূ নির্যাতনের ঘটনা ঘটে থাকে ৷ প্রত্যেক ১৬ মিনিটে ধর্ষণের মতো জঘন্য অপরাধের শিকার হয় মহিলারা ৷ ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটে প্রত্যেক ২ ঘণ্টায় ৷ গণধর্ষণ ও খুনের ঘটনা ঘটে প্রত্যেক ১ দিন ১৫ মিনিটে ৷ সমীক্ষায় জানা গিয়েছে ১৮ থেকে ৩০ বছরের মেয়েরা সবচেয়ে বেশি ধর্ষণের শিকার হয় ৷
advertisement
এর পাশাপাশি অ্যাসিড হামলার ঘটনা ঘটে প্রত্যেক আড়াই দিনে ৷ পণের জন্য মৃত্যুর ঘটনা ঘটে প্রত্যেক ১ ঘণ্টা ৭ মিনিটে ৷ বধূ নির্যাতনের ঘটনা ঘটে প্রত্যেক ৫ মিনিটে ৷ নারী পাচারের ঘটনা ঘটে প্রত্যেক ২ দিন ও ৪ ঘণ্টায় ৷ শ্লীলতাহানির ঘটনা ঘটে প্রত্যেক ৬ মিনিটে ৷
বাংলা খবর/ খবর/ক্রাইম/
দেশে ৯৩ শতাংশ ঘটনায় ধর্ষণ করেছে সবচেয়ে কাছের মানুষেরাই, NCRB রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement