#নয়াদিল্লি: ফের অনার কিলিংয়ের বলি যুবতী ৷ দিল্লির নিউ অশোক নগরে ২৫ বছরের যুবতীর গলার নলি কেটে হত্যা করা হয়েছে ৷ ঘটনায় পরিবারের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ৷ পুলিশ তরফে জানানো হয়েছে, মৃত যুবতীর নাম শীতল চৌধুরি ৷ শুক্রবার মৃতের বাবা রবীন্দ্র, মা সুমন, আঙ্কেল সঞ্জয়, ওম প্রকাশ সহ ৬ জনকে খুনের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাড়ার এক যুবকের সঙ্গে গত তিন বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল যুবতীর ৷ বাড়িতে না জানিয়েই মন্দিরে গিয়ে অক্টোবর ২০১৯ বিয়ে করে তারা ৷ অনেক বোঝানোর পরও বিয়ে ভাঙতে রাজি না হওয়ায় যুবতীকে হত্যা করার পরিকল্পনা করে ৷ ৩০ জানুয়ারি গলার নলি কেটে তাকে হত্যা করে পরিবারের সদস্যরা ৷ এরপর আলিগড়ের একটি খালে তার মৃতদেহ ফেলে দিয়ে আসে ৷
যুবতীর স্বামী তাকে ফোন করলে সেটি বন্ধ পায় ৷ এরপর থানায় স্ত্রীর নিখোঁজ হয়ে যাওয়ার অভিযোগ জানায় ৷ পুলিশ যুবতীর বাড়িতে জিজ্ঞসাবাদ করলে তারা বিষয়টি এড়িয়ে যাওয়ার জন্য বলে যে সে আত্মীয়র বাড়িতে গিয়েছে ৷ কিন্তু আত্মীয়র বাড়িতেও তার খোঁজ পাওয়া যায়নি ৷ সন্দেহ হওয়ায় পরিবারের সদস্যদের কল ডিটেল চেক করে পুলিশ ৷ কয়েকটি নম্বরে ৩০ জানুয়ারি আশপাশে একাধিক বার ফোনে কথা হয়েছে বলে জানা যায় ৷ সমস্ত নম্বরে ফোন করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ৷ প্রথমে তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে সকলেই অপরাধের কথা স্বীকার করে নেয় ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Girl Murdered, Honor Killing, Love Marriage