নরেন্দ্রপুরে যুবক খুনের ঘটনায় ধৃত মূল অভিযুক্ত-সহ ১০

Last Updated:

ধৃতদের মধ্যে মূল অভিযুক্ত-সহ মোট চারজন নাবালক।

#নরেন্দ্রপুর: মঙ্গলবার রাতে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার অন্তর্গত খুদিরাবাদে ছুরিবিদ্ধ হয়ে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনায় আরও একজন গুরুতর জখম হন। নিহতের নাম বাবু হালদার। এই ঘটনায় মূল অভিযুক্ত-সহ মোট দশজনকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। ধৃতদের মধ্যে মূল অভিযুক্ত-সহ মোট চারজন নাবালক। নাবালক চার ধৃতকে আজ, বৃহস্পতিবার জুভেনাইল আদালতে তোলা হয়। অন্যদিকে বাকি চার ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে খবর, মূল অভিযুক্ত নাবালকের প্রেমিকাকে কটূক্তি করাকে কেন্দ্র করে বাবুর গ্রুপের সাথে ওই নবালকের গ্রুপের বিরোধ বাঁধে। তা থেকেই দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয় মঙ্গলবার রাতে। সেই ঘটনায় বাবু-সহ তার এক বন্ধুকে ছুরি দিয়ে আঘাত করে ওই নাবালক ও তার বন্ধুরা।
ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানার পুলিশ উভয় পক্ষের মোট দশজনকে গ্রেফতার করেছে। এই ঘটনায় উভয় পক্ষই নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশের দাবি এই ঘটনায় এখনও অন্তত পাঁচজন অভিযুক্ত অধরা রয়েছে। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
নরেন্দ্রপুরে যুবক খুনের ঘটনায় ধৃত মূল অভিযুক্ত-সহ ১০
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement