নরেন্দ্রপুরে যুবক খুনের ঘটনায় ধৃত মূল অভিযুক্ত-সহ ১০
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
ধৃতদের মধ্যে মূল অভিযুক্ত-সহ মোট চারজন নাবালক।
#নরেন্দ্রপুর: মঙ্গলবার রাতে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার অন্তর্গত খুদিরাবাদে ছুরিবিদ্ধ হয়ে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনায় আরও একজন গুরুতর জখম হন। নিহতের নাম বাবু হালদার। এই ঘটনায় মূল অভিযুক্ত-সহ মোট দশজনকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। ধৃতদের মধ্যে মূল অভিযুক্ত-সহ মোট চারজন নাবালক। নাবালক চার ধৃতকে আজ, বৃহস্পতিবার জুভেনাইল আদালতে তোলা হয়। অন্যদিকে বাকি চার ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে খবর, মূল অভিযুক্ত নাবালকের প্রেমিকাকে কটূক্তি করাকে কেন্দ্র করে বাবুর গ্রুপের সাথে ওই নবালকের গ্রুপের বিরোধ বাঁধে। তা থেকেই দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয় মঙ্গলবার রাতে। সেই ঘটনায় বাবু-সহ তার এক বন্ধুকে ছুরি দিয়ে আঘাত করে ওই নাবালক ও তার বন্ধুরা।
ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানার পুলিশ উভয় পক্ষের মোট দশজনকে গ্রেফতার করেছে। এই ঘটনায় উভয় পক্ষই নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশের দাবি এই ঘটনায় এখনও অন্তত পাঁচজন অভিযুক্ত অধরা রয়েছে। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
advertisement
Location :
First Published :
March 12, 2020 8:37 PM IST