Narendra Modi| সব মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক নিয়ে ট্যুইট করলেন মোদি

Last Updated:
#নয়াদিল্লি: করোনা পরিস্থিতি মোকাবিলায় এই তিনবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শনিবার ওই বৈঠক নিয়ে ট্যুইট করলেন মোদি৷ লিখলেন, 'সব মুখ্যমন্ত্রীদের সঙ্গে আরও একটি সদর্থক আলোচনা হল৷ গত কিছু দিনে এই নিয়ে তিনবার৷ ভারতে করোনার মোকাবিলায় আমরা এই ভাবেই একযোগে লড়াই চালিয়ে যাবো৷'
advertisement
করোনা মহামারি রুখতে ২১ দিনের লকডাউনের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ তারপরেও ভারতে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা৷ এ হেন পরিস্থিতিতে লকডাউনের মেয়াদ বাড়ানোর বিষয়ে ভাবনা-চিন্তা শুরু হয়৷গত তিন সপ্তাহে তিনবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন নরেন্দ্র মোদি ৷ দশটি রাজ্য প্রধানমন্ত্রীকে লকডাউন ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানোর আবেদন করেছেন ৷ অনেক রাজ্যে ইতিমধ্যেই সেই লকডাউন বাড়িয়ে দেওয়া হয়েছে৷ যেমন ওডিশা প্রধানমন্ত্রীর ঘোষণার আগেই ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনে ঘোষণা করেছেন৷
advertisement
প্রধানমন্ত্রী বলেন, 'রাজ্য ও কেন্দ্রকে একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া হবে৷ আপানাদের প্রত্যেকের কথা মাথায় রাখব ৷ কাঁধে কাঁধ মিলিয়ে Covid-19 র বিরুদ্ধে যুদ্ধ করব ৷ আমি ৭ দিন ২৪ ঘণ্টাই রয়েছি, আপনারা যখন দরকার ফোন করবেন৷'
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Narendra Modi| সব মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক নিয়ে ট্যুইট করলেন মোদি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement