#নয়াদিল্লি: এই মুহূর্তের সব থেকে বড় খবর ৷ সারা পৃথিবী জুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লক্ষ ৬২ হাজার ৭৩ জন, ৩১ হাজার প্রায় ৷ করোনার সংক্রমণ ক্রমশই বাড়ছে পৃথিবী জুড়ে ৷ শহর থেকে শহরতলি গ্রাম থেকে গণ্ডগ্রাম ৷ করোনার উচ্চ-নীচ ভেদাভেদ না করেই ছোবল দিয়েই চলেছে তালিকায় যেমন সাধারণ মানুষ আছেন ঠিক তেমনই কিছু হাই প্রোফাইল মানুষও আছেন ৷
তালিকায় রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, স্বাস্থ্য সচিব থেকে শুরু করে অন্য দেশের একাধিক চেনা জানা মানুষ ৷ গোটা বিশ্বের বেশিরভাগ দেশ লকডাউন ৷ মারণ জীবাণুর কোনও টিকা পা প্রতিষেধক এখনও আবিষ্কার হয়নি ৷ করোনার থাবা থেকে বাঁচতে একমাত্র উপায় ঘরে থাকা, শুধুই ঘরে থাকা ৷
কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের পক্ষ থেকে বারেবারে আবেদন জানানো হচ্ছে ঘরে থাকার ৷ ঘরে থাকলেই সুস্থ থাকবে গোটা দেশ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID-19, Death troll