করোনা সংক্রামিতের গণ্ডি পেরল ৬ লক্ষ, ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত প্রায় ২০ হাজার

Last Updated:

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৯,১৪৮জন । এটি এখনও পর্যন্ত একদিনে রেকর্ড সংক্রমণ ।

#নয়াদিল্লি: দেশে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমে বেড়েই চলেছে। লকডাউনের তিনমাস অতিক্রান্ত হওয়ার পরেও দেশজুড়ে করোনা সংক্রমণে লাগাম টানা যায়নি। আনলক দ্বিতীয় শুরু হয়েছে ইতিমধ্যেই। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে বিভিন্ন রাজ্য ৷ কিন্তু তার মধ্যেই প্রতিদিন আক্রান্তের নিরিখে রেকর্ড তৈরি হচ্ছে । পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু ।
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৯,১৪৮জন । এটি এখনও পর্যন্ত একদিনে রেকর্ড সংক্রমণ।  আর এই বৃদ্ধির জেরে করোনা আক্রান্তের গণ্ডি পেরল ৬ লক্ষ। সংক্রমণ বৃদ্ধির জেরে আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৬ লক্ষ ৪৬ হাজার ৬৪১ জনে । মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭,৮৩৪।
advertisement
advertisement
দেশের মধ্যে সব থেকে উদ্বেগজনক অবস্থা মহারাষ্ট্র, গুজরাত, তামিলনাডু ও দিল্লির৷ তবে আশা একটাই, সুস্থও হচ্ছেন অনেকে। এখনও পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ । স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যানে দেখা যাচ্ছে , বর্তমানে সক্রিয় করোনা আক্রান্ত ২ লক্ষ ২৬ হাজার ৯৪৭জন। সুস্থ হয়ে উঠেছে ৩ লক্ষ ৫৯ হাজার ৮৫৯জন। হু-এই রিপোর্ট অনুযায়ী, জুনেই ভারতে সংক্রমণ সর্বাধিক। আক্রান্তের প্রায় ৬০ শতাংশ জুন মাস্যাই সংক্রাতিত হয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা সংক্রামিতের গণ্ডি পেরল ৬ লক্ষ, ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত প্রায় ২০ হাজার
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement