লকডাউন উঠলেই মাধ্যমিকের ফলাফল?শিক্ষকদের বাড়ি বাড়ি গিয়ে উত্তরপত্র সংগ্রহের পরিকল্পনা

Last Updated:

সূত্রের খবর যদিও পর্ষদের তরফের ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে লকডাউন ওঠার পরপরই মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা যায়।

#কলকাতা: রাজ্যে লকডাউন ওঠার পরপরই প্রকাশিত হতে পারে এবছরের মাধ্যমিকের ফলাফল। অন্তত এমনটাই খবর রাজ্য স্কুল শিক্ষা দফতরের সূত্রে। প্রত্যেক বছর এই মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে চতুর্থ সপ্তাহের মধ্যেই প্রকাশ হয় মাধ্যমিকের ফলাফল। এ বছরেও সেই লক্ষ্য নিয়েই উত্তরপত্র মূল্যায়নের জন্য একাধিক নির্দেশিকা জারি করা হয় মধ্যশিক্ষা পর্ষদের তরফে। উত্তরপত্র মূল্যায়নের সময়সীমা খানিকটা কমানো হয়।
কিন্তু করোনা ভাইরাস সংক্রমণ এবং রাজ্যে লকডাউন চলার জেরে সেই প্রক্রিয়া কার্যত স্থগিত হয়ে যায়। সূত্রের খবর পর্ষদের দেওয়া সময়সীমা অনুযায়ী মাধ্যমিকের উত্তরপত্রের ১৭ শতাংশের কাছাকাছি জমা পড়ে গিয়েছে প্রধান পরীক্ষকদের কাছে। তার সঙ্গে উত্তরপত্র পিছু নম্বর অনেকটাই জমা পড়ে গিয়েছে পর্ষদে। কিন্তু এখনও অনেক উত্তরপত্র শিক্ষকদের মূল্যায়ন বাকি থাকায় সেগুলি মূল্যায়নকারী শিক্ষকদের কাছেই পড়ে রয়েছে। তাই সেই উত্তরপত্র গুলি মূল্যায়নকারী শিক্ষকদের কাছ থেকে সংগ্রহ করার জন্য বেশ কিছু পরিকল্পনা ইতিমধ্যেই নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ বলেই স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর। এ প্রসঙ্গে পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান "আমাদের তরফে অনেক বিষয় ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। লকডাউন উঠলেই এই বিষয় আমরা আমাদের ভাবনা চিন্তা গুলিকে কার্যকর করার দিকে এগোবো।"
advertisement
স্কুলশিক্ষা দফতরের সূত্রে খবর, লকডাউন উঠলেই মূল্যায়নকারী শিক্ষকদের বাড়ি বাড়ি গিয়ে উত্তরপত্র সংগ্রহের কাজ শুরু করা হতে পারে। পর্ষদের দাবি এই পরিকল্পনা কার্যকর করতে গেলে রাজ্য প্রশাসনের সহযোগিতা লাগবে। যদিও ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের তরফে মূল্যায়নকারী শিক্ষকদের দুবার করে উত্তরপত্র মূল্যায়ন করতে নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয় বিষয় পিছু নম্বর দেওয়া শিটে নথিবদ্ধ করে রাখার কথা বলা হয়েছে। যাতে পর্ষদের কাছে নম্বরগুলি আসার পরপরই তড়িঘড়ি ফলাফল প্রকাশের প্রক্রিয়া এগোনো যায়।
advertisement
advertisement
যদিও মাধ্যমিকের ফলাফল প্রকাশের সময়সীমা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর যদিও পর্ষদের তরফের ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে লকডাউন ওঠার পরপরই মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা যায়।
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
লকডাউন উঠলেই মাধ্যমিকের ফলাফল?শিক্ষকদের বাড়ি বাড়ি গিয়ে উত্তরপত্র সংগ্রহের পরিকল্পনা
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement