Corona Symptoms: জিভে ঘা? কথা জড়িয়ে আসছে? ভয়ঙ্কর করোনার উপসর্গ

Last Updated:

এই অবস্থাতে খাবার চিবোতে বা কখনও কথা বলতেও সমস্যা হয়৷ জিভ জড়িয়ে আসে কোনও কোনও ক্ষেত্রে৷

#নয়াদিল্লি: মনে করা হচ্ছিল দেশে করোনা নিয়ন্ত্রণে এসেছে গিয়েছে৷ কিন্তু সেই তথ্য ভুল প্রমাণ করে আবার লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা (COVID19)৷ প্রতিদিনই করোনা আক্রান্তের নিরিখে রেকর্ড গড়ছে দেশ৷ একই অবস্থা বিশ্বজুড়ে৷ শুরু হয়েছে টিকাকরণ (corona vaccine) প্রক্রিয়া৷ কিন্তু তারপরও করোনা আক্রমণে নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না৷ নতুন করে করোনা সংক্রমণে বদলাচ্ছে উপসর্গের ধরণও৷ যদিও জ্বর, গা ব্যথা প্রধান উপসর্গ হিসেবেই রয়েছে৷
তবে এর সঙ্গেই যুক্ত হয়েছে এক অদ্ভুত উপসর্গ যাকে বলা হচ্ছে কোভিড টাং (COVID Tongue)৷ অর্থাৎ জিভে হচ্ছে এই সমস্যা৷ এর ফলে জিভে পর্যাপ্ত লালা তৈরি হচ্ছে না যা খারাপ ব্যাকটেরিয়া (Bad Bacteria) রোধে কাজ করে৷ এর জন্য মুখ শুকিয়ে আসছে বা কারও ক্ষেত্রে মুখের মধ্যে আঠাভাব হচ্ছে৷ এই অবস্থাতে খাবার চিবোতে বা কখনও কথা বলতেও সমস্যা হয়৷ জিভ জড়িয়ে আসে কোনও কোনও ক্ষেত্রে৷
advertisement
advertisement
কিংস কলেজ লন্ডনের (King's College London) অধ্যাপক টিম স্পেকটর জানিয়েছেন যে, প্রতি ৫ জনের মধ্যে ১জনের করোনা উপসর্গ রয়েছে, যা খুব বেশি স্বাভাবিক নয়৷ করোনা টাং (করোনায় জিভের সমস্যা) বা মুখে আলসার এমনই উপসর্গ৷ এছাড়াও যদি কোনও অদ্ভূত কিছু শরীরে অস্বস্তি হয় বা মাথাব্যথা এবং ক্লান্তি লাগে, তাহলে বাড়িতে থাকার পরামর্শই দিচ্ছেন অধ্যাপক৷
advertisement
অন্যদিকে দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই উল্লেখযোগ্য হারে বেড়েই চলেছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে ইতিমধ্যেই বেসামাল দেশের বিভিন্ন রাজ্য। প্রতিদিন আক্রান্তের নিরিখে রেকর্ড গড়ছে ভারত। পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে মোট ১৫২৮৭৯জন আক্রান্ত হয়েছেন৷ গত ২৪ ঘণ্টায় ৮৩৯জনের মৃত্যু হয়েছে৷ এরই মধ্যে ৯০৫৮৪জন সুস্থ হয়ে উঠেছেন৷ এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছল ১৩৩৫৮৮০৫৷ করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ১৬৯২৭৫জন৷
advertisement
দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১১০৮০৮৭জন৷ এখনও পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ১২০৮১৪৪৩জন৷ ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের তথ্য অনুযায়ী ২৫.৬৬ কোটি মানুষের করোনা পরীক্ষা হয়েছে৷ যার মধ্যে শনিবার ১৪১২০৪৭জনের করোনা পরীক্ষা হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Corona Symptoms: জিভে ঘা? কথা জড়িয়ে আসছে? ভয়ঙ্কর করোনার উপসর্গ
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement