Bengal Corona Update : রাজ্যে একদিনে করোনার বলি ১৩৪! মৃত্যু হারে পাল্লা দিচ্ছে দুই জেলা...

Last Updated:

শুধু উত্তর ২৪ পরগনাতেই ৪২ জনের মৃত্যু (Covid-19 Death) হয়েছে ৷ আর তারপরেই রয়েছে কলকাতা ৷ সেখানে শেষ ২৪ ঘণ্টায় ৩৪ জনের মৃত্যু হয়েছে৷

নতুন রেকর্ড মৃত্যুর 
সংগৃহীত ছবি
নতুন রেকর্ড মৃত্যুর সংগৃহীত ছবি
রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টার করোনায় মৃত্যু হয়েছে ১৩৪ জনের৷ এর মধ্যে শুধু উত্তর ২৪ পরগনাতেই ৪২ জনের মৃত্যু হয়েছে ৷ আর তারপরেই রয়েছে কলকাতা ৷ সেখানে শেষ ২৪ ঘণ্টায় ৩৪ জনের মৃত্যু হয়েছে৷ রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে দেখা যাচ্ছে, একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৪৪৫ জন। এই একই সময়ে ১৮ হাজার ৬৭৫ জন সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লক্ষ ২৬ হাজার ৬৬৩ হয়েছে। অন্যদিকে, গত কয়েকদিন যাবৎ দৈনিক নমুনা পরীক্ষার সংখ্যা ৬০-৬১ হাজারের মধ্যেই ঘোরাফেরা করছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৬৪ হাজার ১৮৬টি নমুনা পরীক্ষা হয়েছে। দৈনিক মৃত্যু আজ সর্বাধিক ৷
advertisement
পরিস্থিতি সামাল দিতে তৎপর প্রশাসন। আরও বেড বাড়ানো হয়েছে করোনা আক্রান্তদের জন্য ৷ এদিনে যুদ্ধকালীন তৎপরতায় মন্ত্রিসভা গঠন করে করোনা মোকাবিলায় আরও শক্ত হওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এখনই লকডাউনের পথে হাঁটবে না রাজ্য এমন আশ্বাসই এদিন দিয়েছেন মমতা। বরং জোর দেওয়া হবে টিকাকরণ ও স্বাস্থ্য পরিষেবা আরও জোরদার করার দিকে। এদিন মন্ত্রিসভা গঠনের পর প্রথম বৈঠকে মন্ত্রীদের কোভিড মোকাবিলায় সব রকমভাবে কাজে নামার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, রাজ্য স্বাস্থ্য দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী সোমবার আরও ১৪০২ টি করোনা বেড বাড়ানো হয়েছে ৷ রাজ্যে এই মুহূর্তে করোনা আক্রান্তদের জন্য মোট বেড রয়েছে ১৮ হাজার ৬০২ টি ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Bengal Corona Update : রাজ্যে একদিনে করোনার বলি ১৩৪! মৃত্যু হারে পাল্লা দিচ্ছে দুই জেলা...
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement