Bengal Oxygen Plans: করোনা মোকাবিলায় বড়সড় পদক্ষেপ, রাজ্যজুড়ে তৈরী হবে ৫৫ টি অক্সিজেন প্লান্ট!

Last Updated:

আগামী ১৫ মে ২০২১ এর মধ্যেই আরও ৪১ টি সরকারি হাসপাতালে অক্সিজেনের পাইপলাইন বসানোর পরিকল্পনা রয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।

রাজ্যজুড়ে তৈরী হবে অক্সিজেন প্লান্ট 
 : প্রতীকী চিত্র
রাজ্যজুড়ে তৈরী হবে অক্সিজেন প্লান্ট : প্রতীকী চিত্র
এই পদ্ধতিতে রাজ্যের প্রায় ১২,৫০০ জন কোভিড আক্রান্তকে ২৪ ঘণ্টা ধরে নিরবিচ্ছিন্নভাবে অক্সিজেন পরিষেবা দেওয়া সম্ভব। এছাড়াও আগামী ১৫ মে ২০২১ এর মধ্যেই আরও ৪১ টি সরকারি হাসপাতালে অক্সিজেনের পাইপলাইন বসানোর পরিকল্পনা রয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। সেক্ষেত্রে আরও ৩০০০ কোভিড রুগীকে সুচিকিৎসা দেওয়া যাবে বলেই মনে করছেন স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা।
advertisement
তাতে অক্সিজেন সরবরাহকারী সংস্থানগুলির ওপর নির্ভরশীল না হয়ে আরও বেশি করে স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠতে পারবে হাসপাতালগুলি। সিদ্ধান্ত হয়েছে সমস্ত সরকারি মেডিক্যাল কলেজ, সরকারি জেলা হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল ও মহকুমা হাসপাতালগুলির অধ্যক্ষের এবার থেকে CMS অনুমোদিত হরে অক্সিজেন সংগ্রহ করতে পারবেন। তবে সেক্ষেত্রে অবশ্যই মানতে হবে অর্থ দফতরের নির্দেশ।
advertisement
advertisement
চিকিৎসার ক্ষেত্রে সময় অত্যন্ত জরুরি। তাই কাল বিলম্ব না করে যাতে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল ও MSVP রা তার দিকেও নজর রাখা হবে। যাতে তাঁরা অর্থ দফতরের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে নির্দেশিকে মেনে নিজেদের হাসপাতালগুলিতে পাইপলাইনের সম্প্রসারণ ব্যবস্থা করতে পারেন সেই উদ্যোগ নেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Bengal Oxygen Plans: করোনা মোকাবিলায় বড়সড় পদক্ষেপ, রাজ্যজুড়ে তৈরী হবে ৫৫ টি অক্সিজেন প্লান্ট!
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement