Viral Video: ICU ডিউটি সেরে খুব কষ্ট হয়, নেচে ক্লান্তি দূর করছি! চিকিৎসকের নাচ ভাইরাল

Last Updated:

করোনার সঙ্গে লড়াইয়ে ডাক্তাররা যেন সব থেকে অসহায় (doctor viral video)৷

#মুম্বই: প্রতিদিন দেশে করোনা (COVID19 India Second Wave) আক্রান্ত হয়ে হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে৷ নিকট আত্মীয়ের মৃত্যুতে উঠছে কান্নার রোল৷ অস্থিরতা ও চাপা শোকের পরিবেশে ক্লান্ত হয়ে উঠছে সাধারণ মানুষ৷ চারিদিকে স্বজনহারার কান্না৷ এরই মধ্যে নিরলস সেবা করে চলেছেন চিকিৎসক ও নার্সরা (Doctor Nurse treating corona patient) ৷ রাত দিন এক করে এঁরা করোনা আক্রান্তদের সারিয়ে তোলার চেষ্টা করছেন৷ কখনও রোগীকে বাঁচাতে পারছেন, কখনও হেরে যাচ্ছেন৷ প্রতিদিন যেন একটু একটু করে তাঁদেরও মনোবল কমছে৷ লড়াই চলছে কিন্তু দম যেন ফুরিয়ে আসছে৷ নিজেকে উজ্জীবিত রাখতে এক একজন বেছে নিচ্ছেন এক একটা পথ৷ চিকিৎসকরাও ব্যতিক্রম নন৷ তাই এক চিকিৎসকের নাচের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে (Viral Video)৷ তিনি লিখেছেন যে আইসিইউ ডিউটি (ICU Duty)করে আসার পর খুব মন খারাপ হয়৷ তখন নিজের মন ভাল করতে নাচের বিকল্প কিছু হতে পারে না৷ নাচ সব দুঃখ দূর করে৷ আপনিও করুন, যা আপনার পছন্দ৷
advertisement
advertisement
advertisement
সত্যিই করোনার সঙ্গে লড়াইয়ে ডাক্তাররা যেন সব থেকে অসহায়৷ কারণ তাঁরা চিকিৎসা করছেন৷ আবার চোখের সামনে হাজার হাজার রোগীর মৃত্যুও দেখছেন৷ কখনও হাসপাতালে বেড না থাকায়, অসহায় হয়ে রোগীকে ফিরিয়ে দিতে হচ্ছে৷ এতে অধিকাংশ ডাক্তারই খুব মনোকষ্টে ভুগছেন৷ কারণ তাঁরা কিছু করতে পারছেন না৷ যেভাবে দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে, তাতে স্বাস্থ্যকর্মীদের উপর চাপও বেড়েছে৷ নিরলস পরিশ্রম করছেন তাঁরা৷ তাঁরাও হারাচ্ছেন নিজের কাছের মানুষকে৷ এই পরিস্থিতিতে দাঁতে দাঁত চেপে শুধু কাজ করে চলেছেন দেশের স্বাস্থ্যকর্মীরা৷ এবং তাঁদের এই লড়াই তো আজ থেকে শুরু হয়নি৷ গত বছর করোনার প্রথম ঢেউ (Coronavirus India) থেকেই এই লড়াই তাঁদের চলছে৷
advertisement
কিছুদিন আগেই বর্ধমানের এক চিকিৎসক ফেসবুক লাইভে কথা বলতে বলতে হাউহাউ করে কেঁদে ফেলেছিলেন৷ কারণ তিনি বোঝাতে পারছিলেন না, যে কতটা অসহায় বোধ করছেন তিনি৷ এটা শুধু তাঁর একার কথা নয়, এটা সব চিকিৎসকদেরই কথা৷ তাই তাঁদের নিজেদের চলৎশক্তি বজায় রাখতে কখনও গান, নাচ বেছে নিচ্ছেন তাঁরা৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Viral Video: ICU ডিউটি সেরে খুব কষ্ট হয়, নেচে ক্লান্তি দূর করছি! চিকিৎসকের নাচ ভাইরাল
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement