কলকাতায় এল ‘বন্দে ভারত মিশন’-এর প্রথম বিমান, ঢাকা থেকে ফিরলেন ১৬৯ জন
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
ঢাকা থেকে ফেরা যাত্রীদের আপাতত ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।
#কলকাতা: এই প্রথম কলকাতা বিমানবন্দরের মাটি ছুঁল বন্দে ভারত মিশনের বিমান। ঢাকা থেকে কলকাতা ফিরলেন লকডাউনের জন্য সে দেশে আটকে পড়া ১৬৯ জন ভারতীয়।
দীর্ঘ লকডাউনে আকাশের দরজা বন্ধ। কার্গো বিমান ছাড়া আর কোনও বিমান উড়ছে না। কেন্দ্রের বন্দে ভারত মিশনে বিশেষ বিমানে ফিরছেন ভিনদেশে আটকে পড়া ভারতীয়রা। তবে এতদিন কলকাতা বিমানবন্দরে বন্দে ভারত মিশনের কোনও বিমান আসেনি। সোমবার প্রথম এল বিশেষ বিমান। ঢাকা থেকে কলকাতায় এলেন আটকে পড়া ভারতীয়রা।
ঢাকা বিমানবন্দরে ভারতীয় যাত্রীরা ৷advertisement
advertisement
ঢাকা থেকে কলকাতা। উড়ে এলেন ১৬৯ জন। সোমবার ঘড়িতে তখন বেলা ১২টা ৪০ মিনিট। ঢাকা থেকে বিশেষ বিমান নামার পরই স্বস্তি। বিমানে আসেন বয়স্ক, অন্তঃসত্ত্বা, পড়ুয়া ও পর্যটকরা। কলকাতা বিমানবন্দর আগে থেকেই প্রস্তুত ছিল। প্রত্যেক যাত্রীরই থার্মাল স্ক্রিনিং করা হয়।
ঢাকায় বিমানবন্দরেই যাত্রীদের একদফা স্বাস্থ্যপরীক্ষা হয়েছে। ঢাকা থেকে ফেরা যাত্রীদের আপাতত ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।
view commentsLocation :
First Published :
May 18, 2020 5:36 PM IST

