Vaccine Agitation : ভ্যাকসিন দালাল চক্রের অভিযোগ কোলাঘাটে! উত্তপ্ত গ্রামীণ হাসপাতাল, বিডিওর গাড়ি ঘিরে বিক্ষোভ...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
কোলাঘাটের গ্রামীণ হাসপাতালে বিক্ষোভ (Vaccine Agitation) ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, ভ্যাকসিন নিয়ে (Coronavirus Vaccine) এক শ্রেণির অসাধু ব্যক্তি কোলাঘাটের ব্লক স্বাস্থ্য কেন্দ্র পাইকপাড়ি গ্রামীণ হাসপাতালে রীতিমতো 'ব্যবসা' ফেঁদেছেন।
কোলাঘাট গ্রামীণ হাসপাতালে ভ্যাকসিন নিয়ে দালাল চক্র সক্রিয় বলে অভিযোগ ছিল বেশ কিছুদিন যাবৎ। এলাকার মানুষের অভিযোগ, সোমবার ভ্যাকসিন দেওয়ার কোনও নোটিশ টাঙানো হয়নি। কিন্তু হাসপাতালের ভেতরে ভ্যাকসিন নিতে দেখা যায় কয়কজনকে। বিনিময়ে তাঁরা টাকা দিচ্ছেন এবং সেই টাকা নিচ্ছেন দালালরা। অভিযোগ, ইরে দাঁড়িয়ে থেকে সন্দেহভাজন এক ব্যক্তি টাকার বিনিময়ে হাসপাতালের ভেতরে লোক ঢোকাচ্ছেন। এমন অভিযোগ করেন রোগীর বাড়ির আত্মীয়রা। খবর রটে যেতেই উত্তেজিত জনতা হাসপাতাল চত্বর ঘিরে ফেলে। তাঁরা হাসপাতাল চত্বরে ঢুকে ক্ষোভ বিক্ষোভ দেখালে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। ঘটনাস্থলে কোলাঘাট থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।
advertisement
ক্ষিপ্ত জনতা রাস্তায় বিডিওর গাড়ি আটকে বিক্ষোভ দেখানোয় কোলাঘাটে ভ্যাকসিন নিয়ে উত্তেজনা আরও বেড়ে যায়। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা কোলাঘাট-যশাড় রাস্তা অবরোধ করেও বিক্ষোভ শুরু করে। এই নিয়ে এদিন রাতেও রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি ছিল কোলাঘাটে। ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখতে থাকে উত্তেজিত জনতা।
advertisement
Location :
First Published :
July 06, 2021 4:11 AM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Vaccine Agitation : ভ্যাকসিন দালাল চক্রের অভিযোগ কোলাঘাটে! উত্তপ্ত গ্রামীণ হাসপাতাল, বিডিওর গাড়ি ঘিরে বিক্ষোভ...