Covid 19 Vaccination in India: টিকাদানে শীর্ষে উত্তর প্রদেশ! এক কোটি মানুষকে দুই ডোজ দিয়ে প্রথম পাঁচে বাংলাও

Last Updated:

এখনও পর্যন্ত দেশের ৬৩.৪৬ কোটি মানুষ করোনার টিকা পেয়েছেন৷ এঁদের মধ্যে ২৩ শতাংশ বা ১৪.৫৮ কোটি মানুষ ভ্যাকসিনের দু'টি ডোজই পেয়ে গিয়েছেন (Covid 19 Vaccination in India)৷

#দিল্লি: ভারতের টিকাকরণ কর্মসূচিতে সবথেকে এগিয়ে রয়েছে উত্তর প্রদেশ এবং মহারাষ্ট্র৷ উত্তর প্রদেশে এখনও পর্যন্ত মোট ৭.০৪ কোটি মানুষ করোনার টিকা পেয়েছেন৷ অন্যদিকে দু'টি ডোজ দেওয়ার নিরিখে সবথেকে এগিয়ে রয়েছে মহারাষ্ট্রও৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফেই এই তথ্য প্রকাশ করা হয়েছে৷
এখনও পর্যন্ত দেশের ৬৩.৪৬ কোটি মানুষ করোনার টিকা পেয়েছেন৷ এঁদের মধ্যে ২৩ শতাংশ বা ১৪.৫৮ কোটি মানুষ ভ্যাকসিনের দু'টি ডোজই পেয়ে গিয়েছেন৷
উত্তর প্রদেশে যে ৭.০৪ কোটি মানুষ করোনার টিকা পেয়েছেন, তাঁদের মধ্যে ১.১৩ কোটি মানুষ টিকার দু'টি ডোজই পেয়েছেন৷ অন্য দিকে মহারাষ্ট্রে ১.৫৪ কোটি মানুষকে করোনোর দু'টি টিকাই দেওয়া হয়ে গিয়েছে৷
advertisement
advertisement
দু'টি ডোজ দেওয়ার নিরিখে উত্তর প্রদেশের আগে রয়েছে গুজরাতও৷ উত্তর প্রদেশের তুলনায় ২৭,৮৭৮ জনকে দু'টি ডোজই দিয়ে দিয়েছে গুজরাত৷ মহারাষ্ট্র, গুজরাত, উত্তর প্রদেশ বাদে যে রাজ্যগুলি এক কোটির বেশি মানুষকে করোনার দু'টি ডোজ দিতে পেরেছে, সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও৷ বাংলায় করোনার দু'টি ডোজই পেয়ে গিয়েছেন ১.১১ কোটি মানুষ৷ এর পর আছে রাজস্থান (১.০৬ কোটি মানুষ) এবং কর্ণাটক (১ কোটি ডোজ)৷
advertisement
অগাস্ট মাসেও গোটা দেশের মধ্যে সবথেকে বেশি টিকা দিয়েছে উত্তর প্রদেশই৷ অগাস্ট মাসের প্রত্যেক দিন গড়ে ৭ লক্ষের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে৷ সেখানে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাতের মতো রাজ্যগুলি অগাস্ট মাসের প্রত্যেকদিন গড়ে ৫ লক্ষের কম টিকা দিয়েছে৷ পশ্চিমবঙ্গ সেখানে অগাস্ট মাসে প্রতিদিন গড়ে ৩.৩৭ লক্ষ মানুষকে টিকা দিতে পেরেছে৷ তবে অগাস্ট মাসে মোট টিকাদানের নিরিখে অনেকটাই পিছিয়ে রয়েছে পশ্চিমঙ্গ৷
advertisement
১৫টি রাজ্যের তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, টিকাকরণের দিক দিয়ে য়থেষ্ট পিছিয়ে রয়েছে রাজধানী দিল্লি৷ অগাস্ট মাসে দিল্লিতে প্রতিদিন গড়ে ১.০৮ কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে৷ হরিয়ানা, ওড়িশা, অসমের মতো রাজ্যগুলিও টিকাকরণের নিরিখে অনেকটাই পিছিয়ে রয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Covid 19 Vaccination in India: টিকাদানে শীর্ষে উত্তর প্রদেশ! এক কোটি মানুষকে দুই ডোজ দিয়ে প্রথম পাঁচে বাংলাও
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement