ওড়িশা চলে গেল উত্তর প্রদেশগামী ট্রেন, চালকের ভুল মানতে নারাজ রেল

Last Updated:

মুম্বইয়ের ভাসাই স্টেশন থেকে বৃহস্পতিবার পরিযায়ী শ্রমিকদের নিয়ে রওনা দিয়েছিল ওই ট্রেনটি৷ পরদিন গোরক্ষপুরে পৌঁছনোর কথা ছিল ট্রেনের৷

#রাউরকেল্লা: মুম্বইয়ে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের নিয়ে উত্তর প্রদেশের গোরক্ষপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ট্রেন৷ কিন্তু রাতভর সফর করার পর ট্রেনের যাত্রীরা আবিষ্কার করলেন, উত্তর প্রদেশ নয়, ট্রেন চলে এসেছে ওড়িশার রাউরকেল্লায়! রেলের এই বিপত্তিতে সেখানেই ট্রেনযাত্রীদের দীর্ঘক্ষণ আটকে থাকতে হয় বলে অভিযোগ৷
জানা গিয়েছে, মুম্বইয়ের ভাসাই স্টেশন থেকে বৃহস্পতিবার পরিযায়ী শ্রমিকদের নিয়ে রওনা দিয়েছিল ওই ট্রেনটি৷ পরদিন গোরক্ষপুরে পৌঁছনোর কথা ছিল ট্রেনের৷ কিন্তু পরদিন সকালে যাত্রীরা জানতে পারেন, ট্রেন চলে এসেছে ওড়িশার রাউরকেল্লায়৷ গোরক্ষপুরের থেকে যার দূরত্ব ৭৫০ কিলোমিটার৷
ক্ষুব্ধ যাত্রীদের দাবি, বিষয়টি নিয়ে খোঁজখবর করলে স্টেশনে উপস্থিত রেল আধিকারিকরা তাঁদের জানান, কিছু বিভ্রান্তির কারণেই ট্রেন নিয়ে ভুল রুটে চলে এসেছেন চালক৷ রেলের তরফ থেকে সরকারিভাবে অবশ্য এই অভিযোগ অস্বীকার করা হয়েছে৷ রেলের দাবি, লাইনে ট্রেনের ভিড় এড়াতে ইচ্ছাকৃতভাবেই কয়েকটি ট্রেনকে রাউরকেল্লা হয়ে বিহারের দিকে ঘুরিয়ে দেওয়া হয়৷
advertisement
advertisement
কিন্তু যদি তাই হয়, তাহলে ট্রেনের যাত্রীদের কেন আগে থাকতে সেকথা জানানো হলো না, সেই প্রশ্ন উঠছে৷ এমন কী, রাউরকেল্লা থেকে কখন ট্রেনটি ফের গোরক্ষপুরের উদ্দেশ্যে রওনা দেবে, তাও রেলের তরফে যাত্রীদের জানানো হয়নি বলে অভিযোগ৷ ফলে ওড়িশাতেই দীর্ঘক্ষণ আটকে থাকতে হয় ওই ট্রেনের যাত্রীদের৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
ওড়িশা চলে গেল উত্তর প্রদেশগামী ট্রেন, চালকের ভুল মানতে নারাজ রেল
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement