ইউহানের গবেষণাগার থেকেই ছড়িয়েছে ভাইরাস, কেবল ফাঁস করে দাবি আমেরিকার

Last Updated:

ওই কেবলে দাবি করা হচ্ছে ২০১৮ সালেই ইউহানের ওই গবেষণাগারে গিয়ে মার্কিন দূতাবাসের কর্তারা হতচকিত হন।

ওয়াশিংটন: বিতর্কটা বহুদিনের। প্রমাণ, পাল্টা যুক্তি চলছে অন্তত তিনমাস ধরেই। করোনার উৎস ইউহানের গবেষণাগার, এই তত্ত্ব প্রমাণ করতে মরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র এবার দূতাবাস কর্তাদের সঙ্গে বিদেশ দফতরের আলোচনার একটি গোপন কেবল সামনে আনল।
ওই কেবল-এ দাবি করা হচ্ছে ২০১৮ সালেই ইউহানের ওই গবেষণাগারে গিয়ে মার্কিন দূতাবাসের কর্তারা হতচকিত হন। তাঁরা সেখানে কাজের অনুকূল পরিবেশ তো দেখেননিই, উল্টে দক্ষ কর্মীর অভাব রয়েছে বলেও অভিযোগ তোলেন। একই সঙ্গে তাঁদের দাবি, মানুষের শরীরে করোনা সংক্রমণ ঘটাতে পারে এমন অনেকগুলি ভাইরাস নিয়ে কাজ করেছিল।
যদিও এই তত্ত্বে এখনও সায় দিতে নারাজ বহু মার্কিন গবেষকই। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, এই ঘটনা থেকে কোনও সিদ্ধান্তে চলে এলে অনুমাণের ভিত্তিতে অপরাধী বানিয়ে দেওয়া হবে। মার্কিন জাতীয় নিরাপত্তা কার্যালয়ের কোনও কোনও আধিকারিক এই ভিডিওটিকেই নস্যাৎ করেছে। জন হপকিন্স বিদ্যালয়ের সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মত, ভিডিওটি একদিকে যেমন খুব জোরালো কোনও প্রমাণ নয় আবার একেবারে ফেলেও দেওয়া যায় না।
advertisement
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
ইউহানের গবেষণাগার থেকেই ছড়িয়েছে ভাইরাস, কেবল ফাঁস করে দাবি আমেরিকার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement