#গুয়াম: করোনার জেরে গোটা বিশ্ব প্রায় লকডাউন হলেও জাহাজের নাবিকদের কোনও ছুটি নেই ৷ গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তেই এখন আটকে অসংখ্য মালবাহী জাহাজ ৷ আটকে যুদ্ধজাহাজও ৷ বিমানবাহী মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস থিয়োডোর রুসভেল্ট বর্তমানে প্রশান্ত মহাসাগরের গুয়াম দ্বীপে নোঙর করা রয়েছে। দেশে ফেরার উপায় নেই ৷ কোয়ারেন্টাইনে জাহাজের সব কর্মীরাই ৷ কারণ ওই জাহাজে অন্তত ৯৩ জন এখন করোনা আক্রান্ত ৷ ফলে বাকিদেরও এখন আতঙ্কে দিন কাটছে ৷ সেখান থেকে বেরনোর যে কোনও উফায় নেই !
জাহাজ খালি করে কর্মীদের আইসোলেশনে পাঠানোর আর্জি জানিয়ে গত রবিবার মার্কিন নৌবাহিনীকে চিঠি লিখেছিলেন জাহাজটির উদ্বি ক্যাপ্টেন ব্রেট ক্রোজ়িয়ার। সেই ‘অপরাধে’ গতকাল ওই ক্যাপ্টেনকে ছেঁটেই ফেলল মার্কিন নৌবাহিনী। তবে মার্কিন নৌবাহিনীর দায়িত্বপ্রাপ্ত সচিবের মতে, চিঠিটি শুধু তাদের নয়, আরও ২০-৩০ জনকে পাঠানো হয়েছিল। তথ্য বিনিময়ের ক্ষেত্রে এ ভাবে অসুরক্ষিত নেটওয়ার্ক ব্যবহার করার কথা নয় বলেই ক্যাপ্টেনকে ছেঁটে ফেলা হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, US Navy