গত ২৪ ঘণ্টায় রেকর্ড মৃত্যু নিউ ইয়র্কে ! পরপর তিন দিন করোনায় মৃত্যুর সংখ্যায় শীর্ষে আমেরিকা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
আমেরিকায় এখনও পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা প্রায় ১৬ হাজার ৷
#নিউইয়র্ক: মারণ করোনা ভাইরাস থাবা বসিয়েছে গোটা মার্কিন মুলূকেই ৷ গত ৩ দিন করোনায় মৃত্যুর সংখ্যায় সবার শীর্ষে রয়েছে আমেরিকা ৷ গত ২৪ ঘণ্টায় ১৯০০ জনের মৃত্যু হয়েছে সে দেশে ৷ শুধুমাত্র নিউ ইয়র্কেই ১ দিনে মৃত্যুর রেকর্ড ৷ এক দিনে ৭৯৯ জনের মৃত্যু হয়েছে নিউ ইয়র্কে ৷ আমেরিকায় এখনও পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা প্রায় ১৬ হাজার ৷
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আমেরিকায় মারা গিয়েছেন অন্তত ১১ জন ভারতীয়। রোগের উপসর্গ মিলেছে চার মহিলা-সহ ১৬ জন ভারতীয়ের দেহেও। তাঁদের মধ্যে ১০ জন নিউ ইয়র্ক এবং নিউ জার্সির বাসিন্দা ছিলেন। আমেরিকায় কোভিড-১৯-এর ভরকেন্দ্র নিউ ইয়র্ক। একই ভাবে মারাত্মক ক্ষতি হয়েছে নিউ জার্সির বাসিন্দাদেরও। নিউ ইয়র্কে মৃত ভারতীয়দের মধ্যে চার জন পেশায় ট্যাক্সিচালক ছিলেন বলে জানা গিয়েছে। আমেরিকায় ভারতীয় দূতাবাস এবং সব কনসুলেট ভারতীয়দের পাশে দাঁড়িয়েছে। রয়েছে ভারতীয়-মার্কিন বেশ কিছু প্রতিষ্ঠানও।
advertisement
Location :
First Published :
April 10, 2020 8:18 AM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
গত ২৪ ঘণ্টায় রেকর্ড মৃত্যু নিউ ইয়র্কে ! পরপর তিন দিন করোনায় মৃত্যুর সংখ্যায় শীর্ষে আমেরিকা