Corona Vaccine Mishap: প্রথম ডোজ কোভ্যাকসিন, দ্বিতীয় ডোজে কোভিশিল্ড দিল সরকারি হাসপাতাল, তারপর যা পরিণতি হল ব্যক্তির...

Last Updated:

প্রথম ডোজে কোভ্যাকসিন (Covaxin) নিয়েছিলেন, দ্বিতীয় ডোজ টিকা (Covid 19 Vaccine) নিতে গেলে সেই একই ব্যক্তিকে কোভিশিল্ড (Covishield) টিকা দিয়ে দিল সরকারি হাসপাতাল (Government Hospital)।

#লখনউ: প্রথম ডোজে কোভ্যাকসিন (Covaxin) নিয়েছিলেন, দ্বিতীয় ডোজ টিকা (Covid 19 Vaccine) নিতে গেলে সেই একই ব্যক্তিকে কোভিশিল্ড (Covishield) টিকা দিয়ে দিল সরকারি হাসপাতাল (Government Hospital)। উত্তরপ্রদেশের (UttarPradesh) মহারাজগঞ্জের আমনের সরকারি হাসপাতালের এই  ঘটনায় তোলপাড় সংবাদমাধ্যম।
যে ব্যক্তির সঙ্গে ঘটনাটি ঘটেছে, সেই উমেশ মহারাজগঞ্জের মুখ্য উন্নয়ন আধিকারিক (Chief Development Officer বা CDO) গৌরব সিং সোগারওয়ালের গাড়ির চালক। শুধু উমেশ নন, এ দিন আধিকারিকের গাড়ি চালান এমন তিনজন করোনার টিকা নিতে গিয়েছিলেন। প্রথমেই টিকা নিতে বসেন উমেশ, তখনই এই ভয়ঙ্কর ঘটনা ঘটে। যদিও উমেশের সঙ্গে এই ঘটনা ঘটার পর চন্দন কুশওয়াহা এবং আরদালি মদন ভয়ে টিকা নেননি।
advertisement
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দু-ধরণের টিকার ডোজ নিলেও উমেশের শারীরিক কোনও সমস্যা হয়নি। উমেশ নিজেই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, "প্রথম ডোজ কোভ্যাকসিন নিয়েছিলাম। দ্বিতীয় ডোজ কোভিশিল্ড দিয়ে দিয়েছেন হাসপাতালের কর্মী।" এ দিকে, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (Chief Medical Officer) এ কে শ্রীবাস্তব বলেন, "দুটি ভিন্ন টিকা ওই ব্যক্তির শরীরে দেওয়ার পরে এখনও পর্যন্ত কোনও সমস্যা হয়নি। যদিও ঘটনাটি অনভিপ্রেত। স্বাস্থ্যকর্মীদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ঘটনার পুণরাবৃত্তি আর না ঘটে। তাঁরা যেন অবশ্যই তিনি টিকা নিতে আসছেন, তাঁর থেকে যেন নেন প্রথমবারে তাঁদের কোন টিকা দেওয়া হয়েছিল।"
advertisement
advertisement
তবে এক দিকে আবার এই ঘটনার পরে বেশ কিছুটা  আশার আলো দেখছে বিশেষজ্ঞমহল। কারণ, ট্রায়াল চলছে দুটি সংস্থার ভ্যাকসিনের একটি করে ডোজ দেওয়ার। বিশেষজ্ঞরা মনে করছেন, এতে করোনা প্রতিরোধ শক্তি বাড়বে মানুষের শরীরে। সম্প্রতি একটি গবেষনায় দেখা গিয়েছে, দুটি টিকার একটি করে ডোজ দেওয়া হলে, সেক্ষেত্রে প্রতিরোধ ক্ষমতা বাড়ছে। অক্সফোর্ড ইউনিভার্সিটির একদল গবেষক এই নিয়ে ফেব্রুয়ারি থেকে দীর্ঘ গবেষণার করছেন। তাতে দেখা গিয়েছে, Oxford/AstraZeneca ভ্যাকসিনের পরে Pfizer -র ডোজ অনেক বেশি মাত্রায় কার্যকরী।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Corona Vaccine Mishap: প্রথম ডোজ কোভ্যাকসিন, দ্বিতীয় ডোজে কোভিশিল্ড দিল সরকারি হাসপাতাল, তারপর যা পরিণতি হল ব্যক্তির...
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement