করোনা আক্রান্ত কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি, রয়েছেন হোম আইসোলেশনে
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
অমিত শাহের পর এবার করোনা আক্রান্ত কেন্দ্রীয়মন্ত্রী তথা বিজেপির প্রথম সারির নেতা নিতিন গড়করি।
#নয়াদিল্লি: অমিত শাহের পর এবার করোনা আক্রান্ত কেন্দ্রীয়মন্ত্রী তথা বিজেপির প্রথম সারির নেতা নীতিন গড়করি। করোনা পজিটিভ হওয়ার খবর বুধবার তিনি নিজেই ট্যুইট করে জানিয়েছেন। আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি।
মঙ্গলবার থেকেই অসুস্থতা বোধ করছিলেন মন্ত্রী। এরপরই তিনি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করেন। লালারসের নমুনা পরীক্ষার পরামর্শ দেন চিকিৎসক। বুধবার রাতে কেন্দ্রীয় মন্ত্রীর করোনা রিপোর্ট পজিটিভ আসে।
Yesterday, I was feeling weak and consulted my Doctor. During the course of my check up, I have been tested COVID 19 positive. I am at present doing well with the blessings and good wishes of all. I have isolated myself.
— Nitin Gadkari (@nitin_gadkari) September 16, 2020
advertisement
advertisement
এ দিন ট্যুইটে মন্ত্রী নিজের করোনা পজিটিভ হওয়ার খবর জানান। সঙ্গে সঙ্গেই সচেতনতারও বার্তা দেন। তিনি বলেন, যাঁরা এতদিন তাঁর কাছাকাছি ছিলেন বা তাঁর সংযোগে রয়েছেন, তাঁরা যেন উপযুক্ত স্বাস্থ্য বিধি মেনে চলেন। কেন্দ্রীয় মন্ত্রী ট্যুইটে লেখেন, ‘গতকাল থেকে অসুস্থতা বোধ হচ্ছিল। সেই কারণেই ডাক্তার দেখাই। চেক আপের সময়ই করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। সকলের শুভেচ্ছা ও আশীর্বাদে ভাল আছি। হোম আইসোলেশনে রয়েছি।’
advertisement
কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রকের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের দায়িত্বের রয়েছেন নীতিন গড়করি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ এই নিয়ে প্রায় সাতজন কেন্দ্রীয় মন্ত্রী করোনা আক্রান্ত হলেন।
Location :
First Published :
September 17, 2020 12:32 AM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা আক্রান্ত কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি, রয়েছেন হোম আইসোলেশনে