করোনা আক্রান্ত কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি, রয়েছেন হোম আইসোলেশনে

Last Updated:

অমিত শাহের পর এবার করোনা আক্রান্ত কেন্দ্রীয়মন্ত্রী তথা বিজেপির প্রথম সারির নেতা নিতিন গড়করি।

#নয়াদিল্লি: অমিত শাহের পর এবার করোনা আক্রান্ত কেন্দ্রীয়মন্ত্রী তথা বিজেপির প্রথম সারির নেতা নীতিন গড়করি। করোনা পজিটিভ হওয়ার খবর বুধবার তিনি নিজেই ট্যুইট করে জানিয়েছেন। আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি।
মঙ্গলবার থেকেই অসুস্থতা বোধ করছিলেন মন্ত্রী। এরপরই তিনি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করেন। লালারসের নমুনা পরীক্ষার পরামর্শ দেন চিকিৎসক। বুধবার রাতে কেন্দ্রীয় মন্ত্রীর করোনা রিপোর্ট পজিটিভ আসে।
advertisement
advertisement
এ দিন ট্যুইটে মন্ত্রী নিজের করোনা পজিটিভ হওয়ার খবর জানান। সঙ্গে সঙ্গেই সচেতনতারও বার্তা দেন। তিনি বলেন, যাঁরা এতদিন তাঁর কাছাকাছি ছিলেন বা তাঁর সংযোগে রয়েছেন, তাঁরা যেন উপযুক্ত স্বাস্থ্য বিধি মেনে চলেন। কেন্দ্রীয় মন্ত্রী ট্যুইটে লেখেন, ‘গতকাল থেকে অসুস্থতা বোধ হচ্ছিল। সেই কারণেই ডাক্তার দেখাই। চেক আপের সময়ই করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। সকলের শুভেচ্ছা ও আশীর্বাদে ভাল আছি। হোম আইসোলেশনে রয়েছি।’
advertisement
কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রকের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের দায়িত্বের রয়েছেন নীতিন গড়করি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ এই নিয়ে প্রায় সাতজন কেন্দ্রীয় মন্ত্রী করোনা আক্রান্ত হলেন।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা আক্রান্ত কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি, রয়েছেন হোম আইসোলেশনে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement