ঢাকা থেকে কলকাতায় ফিরে ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ করার পর করোনায় আক্রান্ত হলেন দুই যাত্রী!

Last Updated:

কোয়ারেন্টাইনে থাকার অবস্থায় কী ভাবে ওই দুই ব্যক্তি সংক্রমিত হলেন? কারাই বা ওঁদের সংস্পর্শে এসেছে, তার তালিকা তৈরির চেষ্টা হচ্ছে।

SHALINI DATTA
#কলকাতা: ঢাকা ফেরত দুই যাত্রী কোয়ারেন্টাইন শেষ করার পরে কোভিডে আক্রান্ত হলেন । বন্দে ভারত মিশনে বাংলাদেশ থেকে ফেরা দু'জন যাত্রী এ বার কোভিড-19-এ আক্রান্ত হলেন। তবে বাংলাদেশ থেকে ফেরার পরে তাঁরা নিয়ম মেনেই ১৪ দিনের কোয়ারেন্টাইনে ছিলেন। তারপরে তাঁদের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেল। কী ভাবে ওই দু'জন পুরুষ যাত্রী সংক্রমিত হলেন, তা নিয়ে ইতিমধ্যেই ওয়াকিবহাল মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।
advertisement
৭ মে থেকে ১৬ মে বন্দে ভারত মিশনের প্রথম ধাপে প্রায় ১২টি দেশ থেকে ১৬,৭১৬ জনকে ফেরত নিয়ে আসা হয়। ওই ধাপে কলকাতায় কোনও উড়ান আসেনি। কিন্তু পরের ধাপে ১৮ মে প্রথম বিদেশ থেকে একটি বিমান আসে কলকাতায়। ওই উড়ানে ১৬৯ যাত্রী কলকাতায় এসেছিলেন ঢাকা থেকে। ওই ১৬৯-এর মধ্যেই অন্যতম ছিলেন ওই দু'জন যাত্রী। নিয়ম মেনে ওই সব যাত্রীকেই ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়। সাধারণত সংক্রমিত হওয়ার ১৪ দিনের মধ্যে সংক্রমণের লক্ষণ দেখা যায়। তা যখন এ ক্ষেত্রে হয়নি, তখন ওই দুই যাত্রী বাংলাদেশ থেকে সংক্রমণ আনেননি বলে প্রাথমিক ভাবে নিশ্চিত স্বাস্থ্য দফতরের কর্তারা।
advertisement
advertisement
তবে কোথা থেকে সংক্রমণ হল, তা নিয়ে খুবই চিন্তায় রাজ্য স্বাস্থ্য দফতর। বিমানবন্দরের এক কর্তার কথায়, "উনি যদি ফেরার ১৪ দিনের মধ্যে সংক্রমণ হত, তা হলে আমাদের চিন্তার কিছু ছিল না। কিন্তু যে ভাবে ১৪ দিন পরে ওই দু'জনের শরীরে ভাইরাসের হামলা হয়েছে, তা নিয়ে আমরা বিস্তর চিন্তায়।" বিমানে ওই দু' জনের সঙ্গে যাঁরা এসেছেন, তাঁদের আপাতত ফের কোয়ারেন্টাইনে যেতে হচ্ছে না। ওই কর্তা বলেন, " আমরা আপাতত জানার চেষ্টা করছি যে, কোয়ারান্টিনে থাকার অবস্থায় কী ভাবে ওই দুই ব্যক্তি সংক্রমিত হলেন? কারাই বা ওঁদের সংস্পর্শে এসেছে, তার তালিকা তৈরির চেষ্টা হচ্ছে। হলে ওই সব ব্যক্তিদের প্রথমে কোয়ারেন্টাইনে পাঠানো হবে।"
advertisement
বন্দে ভারত মিশনের প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার পরে এখন দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ হওয়ার পথে। আগামী ১৪ জুন থেকে তৃতীয় পর্যায়ের কাজ শুরু হবে। তার ঠিক আগে এমন একটা ঘটনা সামনে আসায় বিমানবন্দর কর্তৃপক্ষ বেশ অস্বস্তিতে।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
ঢাকা থেকে কলকাতায় ফিরে ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ করার পর করোনায় আক্রান্ত হলেন দুই যাত্রী!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement