শুধু হুমকি নয়, WHO কে আর্থিক সাহায্য বন্ধ করল আমেরিকা
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
#ওয়াশিংটন: বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আর্থিক অনুদান দেওয়া বন্ধ করে দিল ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, আমেরিকা WHO-কে আর কোনও অনুদান দেবে না। কারণ ট্রাম্পের অভিযোগ, করোনা ভাইরাস মহামারী মোকাবিলায় WHO পুরোপুরি ব্যর্থ হয়েছে। চিনের ইউহান প্রদেশ থেকে করোনা ছড়ানোর পর থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে প্রকাশ্যে সরব হন ট্রাম্প। পুরো বিষয়টি নিয়ে WHO দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে। চিনের সঙ্গে হাত মিলিয়ে তথ্য চাপা দেওয়ার অভিযোগও করেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট একাধিকবার চিনের প্রতি WHO পক্ষপাতমূলক আচরণ করছে একাধিকবার অভিযোগ করেছেন। তবে প্রথম থেকেই ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও চিনকে তুলোধনা করে আসছেন। করোনা ভাইরাসকে চাইনিজ ভাইরাসও বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট। শুধু ট্রাম্প একাই নন মার্কিন সেনেটাররাও হু এর বিরুদ্ধে পক্ষপাতযুক্ত আচরণের অভিযোগ করেছেন ৷
বহু সেনেটারই মনে করছেন , সংক্রমণ চলাকালে চিনের মুখপাত্রের মতো ব্যবহার করেছে হু। সেনেটর জোস হ্যালে সরাসরি নাম নিয়েছেন হু এর ডিরেক্টর জেনারেল টেড্রস আধানম ঘেব্রিয়েসাসের। তাঁর দাবি চিনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সখ্যের কারণে চিনকে কাঠগড়ায় তুলছেন না তিনি। ঘটনার সূত্রপাত জানুয়ারির শুরুতে। করোনা সংক্রমণ শুরুর কয়েক দিনের মধ্যেই টেড্রস আধানম ঘেব্রিয়েসাস করোনা সংক্রমণ রুখতে চিনের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন। তার পরে জল গড়ায় অনেক। করোনার জেরে গোটা বিশ্বে মৃত্যু হয়েছে প্রায় ২১ হাজার মানুষের। আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৭০ হাজার ৫১৮। চিকিৎসকদের মতে, ইতালি, স্পেনের পরে ক্রমেই মার্কিন যুক্তরাষ্ট্র ভরকেন্দ্র বানিয়ে তুলছে করোনা। এই বিপদের আবহে চিন নিয়ে কোনও মন্তব্য করেনি বিশ্বস্বাস্থ্য সংস্থা। আর তাতেই চটে লাল ট্রাম্প-সহ গোটা মার্কিন সেনেট।
advertisement
Location :
First Published :
April 15, 2020 12:08 PM IST