TRA Research: লকডাউনে আর্থিক দিক থেকে সবচেয়ে কম দুশ্চিন্তায় কলকাতার মানুষ, বলছে সমীক্ষার রিপোর্ট

Last Updated:

ব্যবসায় লাভের মুখ দেখছে না অধিকাংশ সংস্থাই ৷ অনেকেই চাকরি হারিয়েছেন এর মধ্যে ৷ তাই স্বাস্থ্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও কম-বেশি দুশ্চিন্তায় প্রত্যেকেই ৷

#কলকাতা: টানা তিন মাস যেন থমকে গিয়েছে গোটা দেশ। করোনার জেরে ঘরবন্দি জীবন ঘিরে রেখেছে অন্ধকার। লকডাউন শেষে ‘আনলক’ শুরু হলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি ৷ সবাই আতঙ্কের মধ্যেই কাজে বেরোচ্ছেন ৷ স্কুল-কলেজ এখনও সবই বন্ধ ৷ ব্যবসায় লাভের মুখ দেখছে না অধিকাংশ সংস্থাই ৷ অনেকেই চাকরি হারিয়েছেন এর মধ্যে ৷ তাই স্বাস্থ্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও কম-বেশি দুশ্চিন্তায় প্রত্যেকেই ৷
সম্প্রতি TRA Research নামের একটি ব্র্যান্ড অ্যানালিটিকস সংস্থা একটি ‘হোয়াইটপেপার’ প্রকাশ করেছে ৷ গোটা দেশে লকডাউনের সময় কেমন থেকেছেন দেশবাসী ৷ তাদের মানসিক অবস্থা এখন কী রকম ৷ এই রিপোর্টে তারই একটা আন্দাজ পাওয়া গিয়েছে ৷ দেশের ছোট-বড় মিলিয়ে মোট ১৬টা শহরে গত ২৩ মার্চ থেকে ২১ মে পর্যন্ত সমীক্ষা চালানো হয়েছিল ৷ তাতে স্বাস্থ্য সমস্যা, আর্থিক সমস্যা এবং পরিবারকে নিয়ে দুশ্চিন্তা সব কিছুকেই তুলে ধরা হয়েছে এই রিপোর্টে ৷
advertisement
সমীক্ষার রিপোর্টে দেখা যাচ্ছে, Mental Wellbeing Index (MWBI) অনুযায়ী রাজধানী দিল্লি এবং গুয়াহাটির মানুষরা এই সময় মানসিক দিক থেকে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় থেকেছেন ৷ করোনার জেরে নিজেদের ভবিষ্যত নিয়ে দুশ্চিন্তায় মাঝেমধ্যেই অসহায় বোধ করেছেন বহু মানুষ ৷ মানসিক দিকে থেকে অনেকটাই ভেঙে পড়েছেন তাঁরা ৷ মানসিক সুস্থতার সূচকের দিক থেকে ভাল জায়গায় রয়েছেন হায়দরাবাদ, ইনদওর এবং চণ্ডীগড়ের মানুষরা ৷ তবে এ ব্যাপারে দক্ষিণ ভারতের চেন্নাই, কোচির মতো শহরে অনেকাংশেরই খারাপ অবস্থা ৷ লকডাউনে মানসিক দুশ্চিন্তার দিক থেকে বাকিদের তুলনায় সবচেয়ে ভাল অবস্থায় থেকেছেন কলকাতার মানুষ ৷ পূর্ব ভারতের শুধুমাত্র কলকাতা এবং গুয়াহাটি এই দুই শহরেই সমীক্ষা চালানো হয়েছিল ৷ Mental Wellbeing Index (MWBI)-এর বিচারে কলকাতার স্কোর ৯৫ শতাংশ ৷ এবং গুয়াহাটির ৪৯ শতাংশ ৷ অর্থাৎ এর থেকেই বোঝা যাচ্ছে দুশ্চিন্তা হলেও লকডাউনে এই শহরের মানুষ মানসিক বা আর্থিক দিক থেকে পুরোপুরি ভেঙে পড়েননি ৷
advertisement
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
TRA Research: লকডাউনে আর্থিক দিক থেকে সবচেয়ে কম দুশ্চিন্তায় কলকাতার মানুষ, বলছে সমীক্ষার রিপোর্ট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement