করোনায় মৃত্যু হলো আইএসআই-এর শীর্ষ অফিসারের, বালোচিস্তানে ভয়াবহ পরিস্থিতি

Last Updated:

বালোচিস্তানে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য বালোচিস্তানে কার্যত কোনও পরিকাঠামোই তৈরি করা হয়নি বলে অভিযোগ৷

সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুযায়ী হাসান আফজল বালোচিস্তানে আইএসআই-এর সেক্টর কমান্ডার ছিলেন৷ বালোচিস্তানে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য বালোচিস্তানে কার্যত কোনও পরিকাঠামোই তৈরি করা হয়নি বলে অভিযোগ৷ সেই কারণেই ওই অফিসারের মৃত্যু হয়েছে বলে অভিযোগ৷
পাকিস্তানের সবথেকে অনুন্নত প্রদেশ বালোচিস্তান৷ অভিযোগ, সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ৯০০০ ছাড়িয়ে গিয়েছে৷ বালোচিস্তানের স্বাস্থ্য বিভাগের ডিরেক্টর জেনারেল সেলিম আব্রো কয়েকদিন আগেই আশঙ্কা প্রকাশ করে বলেন, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে বালোচিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়ে যেতে পারে৷ তিনি আরও জানান, ইতিমধ্যেই বালোচিস্তানের মোট জনসংখ্যার ৪০ শতাংশই করোনায় আক্রান্ত হয়েছে৷ তবুও বালোচিস্তানে এখনও পর্যন্ত করোনা রোগীদের জন্য একটিও সুপার স্পেশ্যালিটি হাসপাতাল তৈরি করা হয়নি৷
advertisement
advertisement
বালোচিস্তানের স্বাস্থ্য বিভাগের ডিরেক্টর জেনারেল সেলিম আব্রো আফশোসের সুরে বলেন, স্বাস্থ্য বিশেষজ্ঞরা দেশে কড়া লকডাউনের সুপারিশ করেছিলেন৷ কিন্তু সেই পরামর্শ না শুনে পাকিস্তান সরকার জনজীবন প্রায় স্বাভাবিক করে 'স্মার্ট' লকডাউন শুরু করে৷
শনিবার পর্যন্ত পাকিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৭৪ হাজার ছাড়িয়ে গিয়েছে৷ মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩,৪৩৬৷
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনায় মৃত্যু হলো আইএসআই-এর শীর্ষ অফিসারের, বালোচিস্তানে ভয়াবহ পরিস্থিতি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement