Tokyo Olympics 2020: গেমস ভিলেজ খোলার ৫ দিনের মধ্যে ফের করোনা হানা, চিন্তার ভাঁজ

Last Updated:

পাঁচদিন আগেই ১৩ জুলাই অলিম্পিক্স ভিলেজ খুলে দেওয়া হয়েছে৷

#টোকিও: টোকিও অলিম্পিক্স  (Tokyo Olympics 2020) -এ করোনা সংকট ভয়াবহ রূপ ধারণ করে চলেছে৷ অলিম্পিকের গেমস ভিলেজে আরও দুইজন অ্যাথলিট করোনা পজিটিভ হয়েছেন৷ এই নিয়ে সংক্রমণের তৃতীয় মামলা সামনে এল৷ এর আগে আরও একজন অ্যাথলিট করোনা পজিটিভ হয়েছিলেন৷ এর তিনদিন আগে জাপানে হাজির এক অ্যাথলিট ও পাঁচজন কর্মচারী করোনা সংক্রমিত হয়েছিলেন৷
সেখানে ব্রাজিলের জুডো দল যে হোটেলে বাস করছিলেন সেখানের আট কর্মচারী সংক্রমিত হয়েছে৷ টোকিওতে লাগাতার গত এক মাসে করোন সংক্রমণ বেড়েই চলেছে৷ তিনদিন আগে সেখানে করোনা সংক্রমণের ১৩০৮ টি কেস সামনে এসেছে৷
কিছুদিন আগে রাজধানী টোকিওতে করোনা সংক্রমণ আটকাতে এমার্জেন্সি চালু করে দেওয়া হয়েছে৷ ৬ সপ্তাহ আপৎকাল চালু থাকবে৷ মহামারি শুরু হওয়ার পর এই নিয়ে চতুর্থবার এভাবে আপৎকাল জারি করা হল৷ এমার্জেন্সির সময় পার্ক, মিউজিয়াম, থিয়েটার, অধিকাংশ দোকান, রেস্তোঁরা রাত ৮ টা-র মধ্য বন্ধ করে দেওয়ার অনুরোধ করা হয়েছে৷
advertisement
advertisement
পাঁচদিন আগেই ১৩ জুলাই অলিম্পিক্স ভিলেজ খুলে দেওয়া হয়েছে৷ গেমস ভিলেজে রোজ করোনা পরীক্ষা হবে অ্যাথলিটদের৷ ক্রীড়াবিদরা কোভিড রিপোর্ট নিয়ে জাপান পৌঁছবেন৷ সেখানে পৌঁছনোর পর ফের তাঁদের করোনা পরীক্ষা হবে৷ ভিলেজে মাস্ক পরে থাকতে হবে৷ টিকাকরণ হয়ে গেলেও মাস্ক পরে থাকতেই হবে৷ ঘরের মধ্যে সামাজিক দূরত্ববিধি, হাত ধোওয়া -র বিষয়গুলি মানতে হবে, আর এগুলি বারবার মনে করিয়ে দেওয়া হবে৷ অলিম্পিক্সের জন্য ১১ হাজার এবং ২৪ অগাস্ট থেকে শুরু হওয়া প্যারা অলিম্পিক্সের জন্য ৪,৪০০ অ্যাথলিট পৌঁছনোর কথা৷ আন্তর্জাতিক অলিম্পিক সমিতি জানিয়েছে ভিলেজে আসা ৮০ শতাংশ অ্যাথলিটের করোনা টিকার ২ টি ডোজ নেওয়া হয়ে গেছে৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Tokyo Olympics 2020: গেমস ভিলেজ খোলার ৫ দিনের মধ্যে ফের করোনা হানা, চিন্তার ভাঁজ
Next Article
advertisement
গুরুতর অসুস্থ খালেদা জিয়া, দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
  • খালেদা জিয়ার শারীরিক অসুস্থতায় উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

  • খালেদার চিকিৎসার জন্য সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে ভারত

  • সাহায্য বার্তার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি দল

VIEW MORE
advertisement
advertisement