বন্দরেই স্বাস্থ্য়পরীক্ষা, করোনা ঠেকাতে এবার তৈরি কলকাতা-হলদিয়াও

Last Updated:

ভারতের ইতিহাসে থ্যালাসেমিয়া থেকে আরম্ভ করে এইডস, সব বন্দর এলাকা থেকেই ছড়িয়েছে দেশের অভ্যন্তরে। যার জন্য বন্দরে এখন কড়া সতর্কতা।

#কলকাতা: বিমানবন্দরের পর এবার করোনা ভাইরাস রুখতে সতর্কতা কলকাতা বন্দরেও ৷ কলকাতার পাশাপাশি হলদিয়া বন্দরেও সতর্কতা জারি করেছে বন্দর কর্তৃপক্ষ ৷
এরাজ্য়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ব্য়স্ত বন্দর কলকাতা ও হলদিয়া৷ প্রতিদিন গড়ে ১০-১২টি জাহাজ ঢোকে বন্দরগুলিতে৷ যারমধ্য়ে থাকে চিন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলি থেকে আসা জাহাজও৷ ফলে আগেভাগেই বাড়তি সতর্কতা নিচ্ছে বন্দর কর্তৃপক্ষ৷
কলকাতা বন্দরে জাহাজ নোঙরের জায়গাতেই অস্থায়ী হেল্থ ক্য়াম্প তৈরি করা হয়েছে৷ রয়েছে অ্য়াম্বুলান্স ও চিকিৎসার প্রয়োজনীয় যন্ত্রপাতি৷  কলকাতা বন্দরের চেয়ারম্যান বিনীত কুমার জানান, যাঁরা বিদেশ থেকে আসছেন, তাঁদের জ্বর-সর্দি-কাশি বা ফুসফুসে কোনও সমস্য়া থাকলে, নিজে থেকেই বন্দরে উপস্থিত চিকিৎসকদের জানাতে হবে৷ যদি কোনও সমস্য়া ধরা পড়ে, তাহলে সঙ্গে সঙ্গে অ্য়াম্বুলান্সে করে বেলেঘাটা আইডিতে ভরতি করা হবে৷ করোনা মোকাবিলায় এরাজ্য়ের নোডাল হাসপাতাল বেলেঘাটা আইডি৷
advertisement
advertisement
বিনীত কুমার জানান, কলকাতা বন্দরে এখনও পর্যন্ত ১৫৭ জন নাবিকের স্বাস্থ্য় পরীক্ষা করা হয়েছে। যারমধ্য়ে অনেকেই চিনা জাহাজের নাবিক৷ তবে কারও শরীরে করোনার উপসর্গ মেলেনি বলেই দাবি বন্দর কর্তৃপক্ষের। মালয়েশিয়া থেকে আসা একটি জাহাজের নাবিকের শরীরের তাপমাত্রা বেশি ছিল। সঙ্গে সঙ্গে তাঁর স্বাস্থ্য় পরীক্ষা করেন চিকিৎসকরা৷  আধঘণ্টার মধ্য়েই অবশ্য় তাঁর শরীরের তাপমাত্রা নেমে আসে৷ জানা যায়, জাহাজের ইঞ্জিন রুমে কাজ করার জন্য়ই ওই নাবিকের শরীরের তাপমাত্রা বেড়ে গিয়েছিল৷
advertisement
করোনাভাইরাস ঠেকাতে ইতিমধ্য়েই কলকাতা বিমানবন্দরে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে৷ বিদেশ থেকে আসা যাত্রীদের থার্মাল স্ক্য়ানারের মাধ্য়মে পরীক্ষা করা হচ্ছে৷ করোনা ঠেকাতে বিমানবন্দরের পর এবার একই পথে হাঁটছে কলকাতা-হলদিয়া বন্দরও৷
Shanku Santra
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
বন্দরেই স্বাস্থ্য়পরীক্ষা, করোনা ঠেকাতে এবার তৈরি কলকাতা-হলদিয়াও
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement