চিকিৎসকরা সামনে থেকে লড়ছেন, পিপিই থেকে মাস্কের সবকিছুর যোগান রয়েছে মজুদ এই হাসপাতালে

Last Updated:

সামনের থেকে লড়ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

#পূর্ব বর্ধমান:  জেলায় আপাতত করোনা চিকিৎসার জন্য প্রয়োজনীয় পোশাকের কোনও ঘাটতি নেই।পূর্ব বর্ধমান জেলার হাসপাতালগুলিতে পিপিই কিট ও এন 95 মাক্স দুইয়েরই যোগান রয়েছে। জেলায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল, কাটোয়া মহকুমা হাসপাতাল ও কালনা মহকুমা হাসপাতালে পিপিই কিট এবং এন 95 মাস্ক রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ব্লক হাসপাতালগুলিতেও এই দুই সামগ্রী পর্যাপ্ত পরিমাণে থাকা দরকার। অনেকেই অসুস্থ বোধ করলে প্রথমেই ব্লক স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছেন। তাদের পরীক্ষার জন্য সেখানকার চিকিৎসকদেরও পিপিই কিট ও  এন নাইটি ফাইভ মাস্ক  থাকা জরুরি।
করোনা রোগীদের চিকিৎসার জন্য অবশ্যই সাবধানতা হিসেবে পিপিই কিট ও মাস্ক ব্যবহার করতে হচ্ছে চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মীদের। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এখন পিপিই কিট রয়েছে দু হাজার পাঁচশো আটান্নটি। কালনা মহকুমা হাসপাতালে পিপিই কিট মজুদ রয়েছে ৯৫ টি। কাটোয়া মহকুমা হাসপাতালে পিপিই কিট মজুত রয়েছে ১৬৭ টি। ক্যামরি প্রি কোভিড হাসপাতালে পিপিই কিট মজুত রয়েছে ১১৬  টি।
advertisement
এবার কোন হাসপাতালে কতগুলি  এন নাইটি ফাইভ মাস্ক মজুও রয়েছে তা দেখে নেওয়া যাক। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের এন নাইটি ফাইভ মাস্ক  মজুদ রয়েছে ১২৪৫ টি।  কালনা মহকুমা হাসপাতালে  ৯৫৫ টি এন নাইনটি ফাইভ মাস্ক মজুত রয়েছে। ১৫ টি মাস্ক রয়েছে কাটোয়া মহকুমা হাসপাতালে। ক্যামরি প্রি কোভিড হাসপাতলে এন নাইনটি ফাইভ মাস্ক  মজুত রয়েছে ৪৪০ টি।
advertisement
advertisement
তবে পূর্ব বর্ধমান জেলায় করোনা পরীক্ষার হার খুবই কম। আর তাতেই উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, যত বেশি সংখ্যক পরীক্ষা করা যাবে তত তাড়াতাড়ি চিহ্নিত করা সম্ভব হবে করোনা আক্রান্তদের। এই পরীক্ষার কাজ থমকে থাকলে যাদের মধ্য দিয়ে করোনা সংক্রমিত হচ্ছে তাদের সংক্রমণ ধরা পড়ার আগেই বহু মানুষ তাতে আক্রান্ত হয়ে পড়ার আশংকা থাকছে। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমান জেলায় এখনো পর্যন্ত সাকুল্যে ৯৯৬ পরীক্ষা হয়ে করা হয়েছে। তবে ইদানিং সেই পরীক্ষার হার কিছুটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ২১৩ টি নমুনা পাঠানো হয়েছে। তার মধ্যে আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে ২০৫টি ও বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আটটি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
advertisement
Saradindu Ghosh
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
চিকিৎসকরা সামনে থেকে লড়ছেন, পিপিই থেকে মাস্কের সবকিছুর যোগান রয়েছে মজুদ এই হাসপাতালে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement