বাজার নাকি রেস্তোরাঁ? করোনা সংক্রমণ দ্রুত ছড়ায় ঠিক কোথায় কোথায়
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
উৎসবের মরসুমে সকলেই এখন বাড়ি থেকে অল্প-বিস্তর বেরোচ্ছেন। কিন্তু ঠিক কোন জায়গাগুলিতে গেলে সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি সেগুলি জেনে নেওয়া প্রয়োজন।
করোনা ভাইরাসের থেকে দূরে থাকতে একমাত্র উপায় মাস্ক ও স্যানিটাইজার। কিন্তু তাতেও রেহাই পাচ্ছে না অনেকে। কোথা থেকে কীভাবে সংক্রমিত হচ্ছেন তা-ও বোঝার উপায় নেই। তবে কিছু এলাকা রয়েছে যেখানে গেলে সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সম্প্রতি একটি গবেষণা থেকে এমনই জানা যাচ্ছে।
উৎসবের মরসুমে সকলেই এখন বাড়ি থেকে অল্প-বিস্তর বেরোচ্ছেন। কিন্তু ঠিক কোন জায়গাগুলিতে গেলে সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি সেগুলি জেনে নেওয়া প্রয়োজন।
অনেকেই মনে করছেন বাইরে বা রেস্তোরাঁয় খেলে কোভিডে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ একই সঙ্গে সেখানে অনেকে মাস্ক খোলা অবস্থায় থাকেন। কিন্তু সম্প্রতি হওয়া একটি গবেষণা থেকে উঠে আসছে সুপারমার্কেট বা রোজকার দোকান বাজার থেকেও সংক্রমিত হচ্ছেন বহু মানুষ।
advertisement
advertisement
নভেম্বর মাসে যাঁরা কোভিডে আক্রান্ত হয়েছিলেন তাঁদের উপর একটি সমীক্ষা চালানো হয়। সেই সমীক্ষার থেকে প্রাপ্ত তথ্য গবেষণা করে দেখা গিয়েছে যে আক্রান্তদের অধিকাংশরই পজিটিভ হওয়ার আগে সুপারমার্কেট বা ভিড় দোকানে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে।
এই সমীক্ষাটি ইংল্যান্ডে হয়ে থাকলেও, অন্যান্য দেশগুলিতেও সুপারমার্কেট, বাজার, ভিড় দোকানগুলি থেকেই মানুষ বেশি সংক্রমিত হচ্ছে বলেই জানা যাচ্ছে। সুপারমার্কেটে বহু মানুষের যাতায়াত থাকে। বিশেষ করে সাজিয়ে রাখা আনাজপাতি, ফল ও অন্যান্য সামগ্রী থেকে সংক্রমণ ছড়াচ্ছে। একজন পজিটিভ রোগী সেই জিনিসগুলি স্পর্শ করার পরে অন্য কেউ সেটির সংস্পর্শে এলে সহজেই সংক্রমিত হচ্ছে।
advertisement
সুপারমার্কেটে যেহেতু প্রত্যেকেই ঘুরে নিজের মতো করে জিনিস কেনেন, তাই প্রতিটি জিনিসে স্পর্শ করার প্রবণতাও থাকে। এছাড়া এই ধরনের বাজারে ভিড়ও সবসময় বেশিই হয়। ফলে সামাজিক দূরত্বও বজায় থাকে না। বিএমজে জার্নালেরও একটি সমীক্ষা থেকে উঠে এসেছে স্কুল, হোটেল, রেস্তোরাঁ, নার্সিং হোম, শৌচালয়ের থেকেও সুপারমার্কেটের ১৮.৬ শতাংশ বেশি ক্ষমতা রয়েছে সংক্রমণ ছড়ানোর।
advertisement
এছাড়া সুপারমার্কেট বা রোজকার জিনিসপত্র কেনার জন্য এই সব দোকানে প্রতিদিনই প্রত্যেক পরিবারের মানুষকেই যেতে হয়। তাই সংক্রমণ ছড়ায় বেশি। সুপারমার্কেট ছাড়াও ক্যাফে, রেস্তোরাঁ, জিম থেকেও করোনা ছড়ায় দ্রুত। তবে এসবের থেকে বাঁচতে মাস্ক, স্যানিটাইজার ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
Location :
First Published :
December 30, 2020 4:38 PM IST