ইবোলার ওষুধেই বাজিমাত ! সেরে উঠল করোনা আক্রান্ত কিশোর

Last Updated:

১৪ বছরের এক করোনা আক্রান্ত কিশোর এখন সম্পূর্ণ সুস্থ ৷ আর সেটা সম্ভব হয়েছে আরেক মারণ ভাইরাস ইবোলার ওষুধ রেমডেসিভির ব্যবহারের ফলেই ৷

#লন্ডন: সারা বিশ্বেই এখন আতঙ্কের একটাই নাম করোনা ভাইরাস ৷ এই মারণ ভাইরাসের তাণ্ডব চলছে গোটা বিশ্ব জুড়েই ৷ তবে এরই মধ্যে আশার আলো দেখাচ্ছে ব্রিটেনের একটি ঘটনা ৷ ১৪ বছরের এক করোনা আক্রান্ত কিশোর এখন সম্পূর্ণ সুস্থ ৷ আর সেটা সম্ভব হয়েছে আরেক মারণ ভাইরাস ইবোলার ওষুধ রেমডেসিভির ব্যবহারের ফলেই ৷
সংবাদপত্র ডেইলি মেলের খবর অনুযায়ী, করোনায় আক্রান্ত কিশোরকে বাঁচানোটাই একসময় কঠিন হয়ে পড়েছিল ৷ কিন্তু চিকিৎসকরা পরীক্ষামূলক ভাবেই ইবোলার ওষুধ রেমেসিভির ব্যবহার করার ফলেই তা কাজে দেয় ৷ ছেলে অসুস্থ হয়ে পড়লেই অ্যাম্বুল্যান্সে করে তাকে নিয়ে হাসপাতালে আসে মা ৷ এরপর তারা দু’জনেই হাসপাতালে ভর্তি হন ৷ কিশোরের চিকিৎসায় কোনও উন্নতি হচ্ছিল না ৷ ডাক্তাররা তাই ঠিক করেন এবার ইবোলার ওষুধ রেমডেসিভির দিয়েই দেখবেন তাঁরা ৷ আর সেই কাজে সফল চিকিৎসকরা ৷ ইবোলার ওষুধই শেষপর্যন্ত কাজে দেয় কিশোরের ৷
advertisement
কিশোরের মা ডিয়ানে টায়েল বলেন, ‘‘আমার ছেলের অবস্থা খারাপের দিকে যাচ্ছিল। আমরা দিশেহারা হয়ে পড়েছিলাম। সে কারণে ৯৯৯ নম্বরে ফোন করে অ্যাম্বুল্যান্স ডাকি। পরিস্থিতি বেগতিক দেখে চিকিৎসকরা রেমডেসিভির ব্যবহার করেছেন।’’
advertisement
মার্কিন যুক্তরাষ্ট্রে এক গবেষণায় দেখা গিয়েছে, রেমডেসিভির ব্যবহারের চারদিনের মধ্যেই রোগী সুস্থ হয়ে যাচ্ছে। তবে হার্টের সমস্যায় ভুগতে থাকা রোগীদের ক্ষেত্রে রেমডেসিভির বিপজ্জনক।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
ইবোলার ওষুধেই বাজিমাত ! সেরে উঠল করোনা আক্রান্ত কিশোর
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement