‘শরীরের নীচ দিয়েও ভাইরাস ঢুকতে পারে’ পাকিস্তানের মন্ত্রী বলছেন পা ঢেকে রাখতে
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
ভাইরাসের ঢোকার পথ অনেক আছে। তাই শরীরের নীচ দিয়েও ভাইরাস ঢুকতে পারে।
#ইসলামাবাদ: করোনা ভাইরাসের সংক্রমণে এখনও পর্যন্ত পাকিস্তানে আক্রান্ত হয়েছেন ৭৬৩৮ জন। এর মধ্যেই একের পর এক উল্টোপাল্টা মন্তব্য করে চলেছেন সে দেশের নেতা মন্ত্রীরা। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ফিরদৌস আশিক আওয়ান বলছেন, ‘নীচ দিয়ে ভাইরাস শরীরের ভিতরে ঢুকতে পারে। তাই করোনা আটকাতে গেলে পা ঢেকে রাখতে হবে।
Virus can enter neechay se, explains Firdous Ashiq Awan. pic.twitter.com/RziF4vW1lG
— Naila Inayat नायला इनायत (@nailainayat) April 18, 2020
advertisement
আশিক আওয়ান পাকিস্তানে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের মন্ত্রী। তিনি এই মন্তব্য করায় হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, মন্ত্রী বিস্তারিত ভাবে বলছেন, কেন পা ঢেকে রাখা দরকার। তাঁর দাবি শুধু মুখ কিম্বা নাক দিয়েই শরীরে ভাইরাস ঢুকতে পারে না। ভাইরাসের ঢোকার পথ অনেক আছে। তাই শরীরের নীচ দিয়েও ভাইরাস ঢুকতে পারে।
advertisement
যদিও, করোনা সংক্রমণের পর থেকে পাকিস্তানের অবস্থা খুবই খারাপ। ভেঙে পড়েছে সে দেশের অর্থনৈতিক ব্যবস্থা। স্বাস্থ্য পরিকাঠামোর অবস্থাও খুব খারাপ। সব মিলিয়ে পাকিস্তানে এখনও আক্রান্ত হয়েছেন সাত হাজারের বেসি মানুষ। আশঙ্কা মে মাসের মাঝামাঝি এই রোগের প্রকোপ পাকিস্তানে বাড়তে পারে।
Location :
First Published :
April 20, 2020 8:10 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
‘শরীরের নীচ দিয়েও ভাইরাস ঢুকতে পারে’ পাকিস্তানের মন্ত্রী বলছেন পা ঢেকে রাখতে