মিষ্টি-মানুষের কাছে ঘেঁষবে না করোনা!৮ঘণ্টা মিষ্টির দোকান খোলা নিয়ে নেট দুনিয়ায় ঝড়
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
অনেকই প্রশ্ন তুলেছেন যে মিষ্টি কি অত্যাবশ্যকীয় পণ্য যে দোকান খোলার অনুমতি পেলেন বিক্রেতারা?
#কলকাতা: রাজ্যে মিষ্টির দোকান ৮ ঘণ্টা খোলার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার৷ প্রথমে ধাপের লকডাউনে ৪ ঘণ্টা খোলার অনুমতি পেয়েছিল মিষ্টির দোকানগুলি৷ তবে দ্বিতীয় দফা লকডাউনে সেটাই হয়ে দাঁড়াল ৮ ঘণ্টা৷ অর্থাৎ সকাল ৮ থেকে বিকেল ৪ পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার৷ আর এই নিয়ে নেট দুনিয়ায় রীতিমতো ঝড় উঠেছে৷
Sweet shops will be allowed to operate for 8 hours now, from 8 am to 4 pm everyday (State govt had earlier allowed sweet shops to operate for 4 hours from 12 noon to 4 pm everyday): West Bengal CM Mamata Banerjee. (File pic) pic.twitter.com/TR6t2HNw3U
— ANI (@ANI) April 16, 2020
advertisement
advertisement
অনেকই প্রশ্ন তুলেছেন যে মিষ্টি কি অত্যাবশ্যকীয় পণ্য যে দোকান খোলার অনুমতি পেলেন বিক্রেতারা? কেউ কেউ আবার রসিকতা করে বলছেন মিষ্টি খেলে মানুষের চরিত্র মিষ্টি হবে আর মিষ্টি মানুষের ধারে কাছে ঘেঁষবে না করোনা! অনেকে আবার বলছেন যে এভাবে মিষ্টির দোকান খোলা রাখার অনুমতি দিয়ে লকডাউনের গুরুত্ব কমানো হয়েছে৷
advertisement

লকডাউন গ্যালন গ্যালন দুধ নষ্ট হচ্ছিল৷ মূলত মিষ্টির দোকানেই প্রচুর পরিমাণ দুধের চাহিদা থাকে৷ সেই সব দোকান বন্ধ হয়ে যাওয়ার ফলে প্রচুর পরিমাণ দুধ নষ্ট হতে শুরু করে৷ তাই প্রথম দফার লকডাউনে ৪ ঘণ্টা মিষ্টির দোকান খোলা রাখার অনুমতি দেয় সরকার৷ তবে এত কম সময় দোকান খোলা নিয়ে অনেক মিষ্টি বিক্রেতার অনেক মত ছিল৷ তাদের বক্তব্য ছিল যে এতটা কম সময় দোকান খুললে তাদের কোনও লাভ হবে না এবং এর পাশাপাশি কম সময় হাতে থাকার ফলে বিক্রেতারাও বেশি ভিড় করবেন৷
advertisement


Location :
First Published :
April 17, 2020 4:02 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
মিষ্টি-মানুষের কাছে ঘেঁষবে না করোনা!৮ঘণ্টা মিষ্টির দোকান খোলা নিয়ে নেট দুনিয়ায় ঝড়