Supreme Court on Oxygen Crisis: অক্সিজেন, বেড নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হলে কাউকে হেনস্থা নয়, কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

Last Updated:

বিচারপতি চন্দ্রচূড় আরও অভিযোগ করেন, পরিস্থিতি অত্যন্ত খারাপ৷ এমন কি, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরাও ঠিকমতো চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি৷

সরকারকে নোটিস দিল সুপ্রিম কোর্ট।
সরকারকে নোটিস দিল সুপ্রিম কোর্ট।
#নয়াদিল্লি: অক্সিজেন বা বেড না পেয়ে কোনও নাগরিক যদি সোশ্যাল মিডিয়ায় সরব হন, তাহলে তার বিরুদ্ধে কোনও রকম দমনমূলক পদক্ষেপ করতে পারবে কোনও রাজ্য সরকার৷ করোনার চিকিৎসা সংকট নিয়ে একটি মামলার শুনানি চলাকালীন এ দিন এ ভাবেই হুঁশিয়ারি দিয়েছে সুপ্রিম কোর্ট৷ এই কারণে কোনও নাগরিককে েহনস্থা করা হলে তা আদালতের অবমাননা হিসেবে গণ্য করা হবে বলেও সতর্ক করে দিয়েছে শীর্ষ আদালত৷
সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এ দিন একটি মামলার শুনানি চলাকালীন এই মন্তব্য করেছেন৷ তিনি বলেন, 'একজন নাগরিক বা বিচারপতি হিসেবে এটা আমার কাছে গভীর চিন্তার বিষয়৷ কোনও নাগরিক যদি সোশ্যাল মিডিয়ায় অভিযোগ জানান, কোনওভাবেই যেন সেই তথ্য দমানোর চেষ্টা না করা হয়৷ আমাদের উচিত সবার কথা শোনা৷ কেউ অক্সিজেন বা বেড চেয়ে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ জানালে যদি তাঁকে হেনস্থার শিকার হতে হয়, তাহলে আমরা তাকে আদালতের অবমাননা হিসেবেই ধরে নেব৷ মানুষ এখন গভীর সংকটের মধ্যে রয়েছে৷'
advertisement
বিচারপতি চন্দ্রচূড় আরও অভিযোগ করেন, পরিস্থিতি অত্যন্ত খারাপ৷ এমন কি, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরাও ঠিকমতো চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি৷
advertisement
মানুষ সামাজিক মাধ্যমে অভিযোগ জানালেই তা মিথ্যে বলে ধরে নেওয়ার কোনও কারণ নেই বলেও মন্তব্য করে আদালত৷ পাশাপাশি, মন্দির, মসজিদ সহ সমস্ত ধর্মীয় স্থান, হোস্টেলগুলিকেও করোনা রোগীদের চিকিৎসার কাজে যাতে ব্যবহার করা হয়, সেই পরামর্শও দিয়েছে সুপ্রিম কোর্ট৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Supreme Court on Oxygen Crisis: অক্সিজেন, বেড নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হলে কাউকে হেনস্থা নয়, কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের
Next Article
advertisement
Telengana Government Employee Rule:  বাবা-মাকে অবহেলা করলেই কাটা যাবে ১০ শতাংশ বেতন! সরকারি কর্মীদের জন্য নয়া নিয়ম তেলঙ্গনায়
বাবা-মাকে অবহেলা করলেই কাটা যাবে ১০ শতাংশ বেতন! সরকারি কর্মীদের জন্য নয়া নিয়ম তেলঙ্গনায়
  • তেলঙ্গনার সরকারি কর্মচারীদের জন্য নতুন নিয়ম৷

  • বৃদ্ধ বাবা-মাকে অবহেলা করলে কাটা যাবে বেতন৷

  • রাজ্য সরকারি কর্মীদের সতর্ক করলেন তেলঙ্গনার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement