#দিল্লি: দিল্লিতে করোনার চিকিৎসা সংকট দূর করার জন্য কেন্দ্রীয় সরকারকে সবরকম পদক্ষেপ করতে অনুরোধ করল সুপ্রিম কোর্ট৷ এ দিন সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এই প্রসঙ্গে পর্যবেক্ষণ দিতে গিয়ে বলেন, দিল্লি আসলে গোটা দেশের প্রতিনিধিত্ব করে৷ কারণ দিল্লিরই আদি বাসিন্দা, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল৷
সলিসিটর জেনারেল তুষার মেহতার উদ্দেশে বিচারপতি চন্দ্রচূড় বলেন, 'দিল্লি গোটা দেশের প্রতিনিধিত্ব করে৷ কারণ দিল্লির আদি বাসিন্দা খুঁজে পাওয়াই কঠিন৷ জীবন বাঁচানোর জন্য আপনাদের আরও তৎপর হতেই হবে৷ কেন্দ্রের দায়িত্বটা অনেক বেশি৷'
আদালতের এই উদ্বেগের জবাব দিতে গিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা আশ্বস্ত করে বলেন, দিল্লিকে আজই ৪৯০ মেট্রিক টন অক্সিজেন সরবরাহ করা হয়েছে৷ যদিও পরে তারা ৭০০ মেট্রিক টন অক্সিজেন দাবি করে৷
এতে বেশ কিছুটা ক্ষুব্ধ হয়েই বিচারপতি চন্দ্রচূড় পাল্টা বলেন, 'দিল্লির ক্ষেত্রে দেখা যাচ্ছে অক্সিজেনের চাহিদা ১২৩ শতাংশ বেড়েছে৷ যদি ২০০ মেট্রিক টনের ঘাটতি হয়ে থাকে, তাহলে কেন তা দিল্লিকে দেওয়া হল না৷ আপনারা বলছেন স্টিল উৎপাদন শিল্পে অক্সিজেন উদ্বৃত্ত রয়েছে৷ তাহলে সেখান থেকে তা নিয়ে দিল্লিকে দিন৷ আগামী সোমবারের মধ্যে তো দিল্লিতে আরও ৫০০ মানুষের মৃত্যু হবে!'
আর এক বিচারপতি রবীন্দ্র ভাট এই সময়ে বলেন, 'দিল্লিতে গোয়া, উত্তরাখণ্ডের মতোই শিল্প সংস্থা সেভাবে নেই৷ ফলে সব রাজ্যকে এক মাপকাঠিতে ফেললে হবে না৷ অক্সিজেন ট্যাঙ্কার জোগাড় করার জন্য কেন্দ্রীয় সরকারকে আরও অনেক বেশি উদ্যোগী হতে হবে৷'
এর জবাবে তুষার মেহতা আশ্বস্ত করে বলেন, তিনি কেন্দ্রীয় সরকারকে বিচারপতিদের উদ্বেগ এবং পরামর্শগুলি জানাবেন৷ তবে একই সঙ্গে তিনি দাবি করেন, অক্সিজেনের অভাবে সোমবারের মধ্যে দিল্লিতে ৫০০ মানুষের মৃত্যু হবে না৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Delhi, Oxygen crisis, Supreme Court