হোম /খবর /দেশ /
'দিল্লির মানুষকে বাঁচাতে দয়া করে আরও তৎপর হোন', কেন্দ্রকে বলল সুপ্রিম কোর্ট

Supreme court on Delhi Oxygen Shortage: 'দিল্লির মানুষকে বাঁচাতে দয়া করে আরও তৎপর হোন', কেন্দ্রকে বলল সুপ্রিম কোর্ট

সরকারকে নোটিস দিল সুপ্রিম কোর্ট।

সরকারকে নোটিস দিল সুপ্রিম কোর্ট।

আদালতের এই উদ্বেগের জবাব দিতে গিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা আশ্বস্ত করে বলেন, দিল্লিকে আজই ৪৯০ মেট্রিক টন অক্সিজেন সরবরাহ করা হয়েছে৷

  • Last Updated :
  • Share this:

#দিল্লি: দিল্লিতে করোনার চিকিৎসা সংকট দূর করার জন্য কেন্দ্রীয় সরকারকে সবরকম পদক্ষেপ করতে অনুরোধ করল সুপ্রিম কোর্ট৷ এ দিন সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এই প্রসঙ্গে পর্যবেক্ষণ দিতে গিয়ে বলেন, দিল্লি আসলে গোটা দেশের প্রতিনিধিত্ব করে৷ কারণ দিল্লিরই আদি বাসিন্দা, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল৷

সলিসিটর জেনারেল তুষার মেহতার উদ্দেশে বিচারপতি চন্দ্রচূড় বলেন, 'দিল্লি গোটা দেশের প্রতিনিধিত্ব করে৷ কারণ দিল্লির আদি বাসিন্দা খুঁজে পাওয়াই কঠিন৷ জীবন বাঁচানোর জন্য আপনাদের আরও তৎপর হতেই হবে৷ কেন্দ্রের দায়িত্বটা অনেক বেশি৷'

আদালতের এই উদ্বেগের জবাব দিতে গিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা আশ্বস্ত করে বলেন, দিল্লিকে আজই ৪৯০ মেট্রিক টন অক্সিজেন সরবরাহ করা হয়েছে৷ যদিও পরে তারা ৭০০ মেট্রিক টন অক্সিজেন দাবি করে৷

এতে বেশ কিছুটা ক্ষুব্ধ হয়েই বিচারপতি চন্দ্রচূড় পাল্টা বলেন, 'দিল্লির ক্ষেত্রে দেখা যাচ্ছে অক্সিজেনের চাহিদা ১২৩ শতাংশ বেড়েছে৷ যদি ২০০ মেট্রিক টনের ঘাটতি হয়ে থাকে, তাহলে কেন তা দিল্লিকে দেওয়া হল না৷ আপনারা বলছেন স্টিল উৎপাদন শিল্পে অক্সিজেন উদ্বৃত্ত রয়েছে৷ তাহলে সেখান থেকে তা নিয়ে দিল্লিকে দিন৷ আগামী সোমবারের মধ্যে তো দিল্লিতে আরও ৫০০ মানুষের মৃত্যু হবে!'

আর এক বিচারপতি রবীন্দ্র ভাট এই সময়ে বলেন, 'দিল্লিতে গোয়া, উত্তরাখণ্ডের মতোই শিল্প সংস্থা সেভাবে নেই৷ ফলে সব রাজ্যকে এক মাপকাঠিতে ফেললে হবে না৷ অক্সিজেন ট্যাঙ্কার জোগাড় করার জন্য কেন্দ্রীয় সরকারকে আরও অনেক বেশি উদ্যোগী হতে হবে৷'

এর জবাবে তুষার মেহতা আশ্বস্ত করে বলেন, তিনি কেন্দ্রীয় সরকারকে বিচারপতিদের উদ্বেগ এবং পরামর্শগুলি জানাবেন৷ তবে একই সঙ্গে তিনি দাবি করেন, অক্সিজেনের অভাবে সোমবারের মধ্যে দিল্লিতে ৫০০ মানুষের মৃত্যু হবে না৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Coronavirus, Delhi, Oxygen crisis, Supreme Court