#কলকাতা: কর্মরত সমম্ত মানুষদের ধন্যবাদ জানালেন রাজ-শুভশ্রী । নিজেদের বাড়ির বারান্দা থেকে সপরিবারে শাঁখ,ঘণ্টা বাজিয়ে জনতা কার্ফু পালন করলেন টলিউডের এই জনপ্রিয় সেলেব পরিবার ।২২ মার্চ, রবিবার আপামর দেশবাসীকে জনতা কার্ফু পালন করার অনুরোধ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেই মতো আজ সকাল থেকেই গোটা দেশের ছবিটা ছিল প্রায় একইরকম । রাস্তাঘাট শুনসান, দেখা নেই যাানবাহন বা মানুষের । করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে জনতা কার্ফুতে সামিল হয়েছিলেন দেশের কোটি কোটি নাগরিক। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর কথা মতোই রবিবার বিকেল ৫টা বাজতেই শুরু হয়ে যায় কাঁসর, ঘণ্টা, শঙ্খ, উলুধ্বনি । যাঁরা দেশের এই বিপদের সময় অক্লান্ত পরিশ্রমে মানুষকে জরুরি পরিষেবা দিয়ে চলেছেন, থালা বাসন বাজিয়ে দেশের সেই সমস্ত নাগরিকদের উৎসাহ দিতে উদ্যোগী হন সকলেই ।
View this post on Instagram
View this post on Instagram
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Janta Curfew, Raj Chakraborty