বাড়ির বারান্দা থেকে স্বামী, শাশুড়িকে নিয়ে হাততালি দিলেন শুভশ্রী, দেখুন ভিডিও
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
নিজেদের বাড়ির বারান্দা থেকে সপরিবারে শাঁখ,ঘণ্টা বাজিয়ে জনতা কার্ফু পালন করলেন টলিউডের এই জনপ্রিয় সেলেব পরিবার ।
#কলকাতা: কর্মরত সমম্ত মানুষদের ধন্যবাদ জানালেন রাজ-শুভশ্রী । নিজেদের বাড়ির বারান্দা থেকে সপরিবারে শাঁখ,ঘণ্টা বাজিয়ে জনতা কার্ফু পালন করলেন টলিউডের এই জনপ্রিয় সেলেব পরিবার ।
২২ মার্চ, রবিবার আপামর দেশবাসীকে জনতা কার্ফু পালন করার অনুরোধ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেই মতো আজ সকাল থেকেই গোটা দেশের ছবিটা ছিল প্রায় একইরকম । রাস্তাঘাট শুনসান, দেখা নেই যাানবাহন বা মানুষের । করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে জনতা কার্ফুতে সামিল হয়েছিলেন দেশের কোটি কোটি নাগরিক। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর কথা মতোই রবিবার বিকেল ৫টা বাজতেই শুরু হয়ে যায় কাঁসর, ঘণ্টা, শঙ্খ, উলুধ্বনি । যাঁরা দেশের এই বিপদের সময় অক্লান্ত পরিশ্রমে মানুষকে জরুরি পরিষেবা দিয়ে চলেছেন, থালা বাসন বাজিয়ে দেশের সেই সমস্ত নাগরিকদের উৎসাহ দিতে উদ্যোগী হন সকলেই ।
advertisement
বাদ গেলেন না রাজ-শুভশ্রীও । তাঁদের সঙ্গে যোগ দিলেন রাজের মা ও পরিবারের অন্যান্যরাও । তবে ভিডিওয় রাজকে দেখা যায়নি । সম্ভবত ভিডিওটি ক্যামেরাবন্দী করতে ব্যস্ত ছিলেন তিনি । 'আরবানা'য় নিজেদের বাড়ির বারান্দা থেকে হাততালি দিয়ে, শাঁখ বাজিয়ে সকলকে ধন্যবাদ জানালেন তাঁরা ।
advertisement
advertisement
Location :
First Published :
March 22, 2020 7:12 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
বাড়ির বারান্দা থেকে স্বামী, শাশুড়িকে নিয়ে হাততালি দিলেন শুভশ্রী, দেখুন ভিডিও