হোম /খবর /বিনোদন /
বাড়ির বারান্দা থেকে স্বামী, শাশুড়িকে নিয়ে হাততালি দিলেন শুভশ্রী, দেখুন ভিডিও

বাড়ির বারান্দা থেকে স্বামী, শাশুড়িকে নিয়ে হাততালি দিলেন শুভশ্রী, দেখুন ভিডিও

নিজেদের বাড়ির বারান্দা থেকে সপরিবারে শাঁখ,ঘণ্টা বাজিয়ে জনতা কার্ফু পালন করলেন টলিউডের এই জনপ্রিয় সেলেব পরিবার ।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: কর্মরত সমম্ত মানুষদের ধন্যবাদ জানালেন রাজ-শুভশ্রী । নিজেদের বাড়ির বারান্দা থেকে সপরিবারে শাঁখ,ঘণ্টা বাজিয়ে জনতা কার্ফু পালন করলেন টলিউডের এই জনপ্রিয় সেলেব পরিবার ।২২ মার্চ, রবিবার আপামর দেশবাসীকে জনতা কার্ফু পালন করার অনুরোধ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেই মতো আজ সকাল থেকেই গোটা দেশের ছবিটা ছিল প্রায় একইরকম । রাস্তাঘাট শুনসান, দেখা নেই যাানবাহন বা মানুষের । করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে জনতা কার্ফুতে সামিল হয়েছিলেন দেশের কোটি কোটি নাগরিক। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর কথা মতোই রবিবার বিকেল ৫টা বাজতেই শুরু হয়ে যায় কাঁসর, ঘণ্টা, শঙ্খ, উলুধ্বনি । যাঁরা দেশের এই বিপদের সময় অক্লান্ত পরিশ্রমে মানুষকে জরুরি পরিষেবা দিয়ে চলেছেন, থালা বাসন বাজিয়ে দেশের সেই সমস্ত নাগরিকদের উ‍ৎসাহ দিতে উদ্যোগী হন সকলেই ।বাদ গেলেন না রাজ-শুভশ্রীও । তাঁদের সঙ্গে যোগ দিলেন রাজের মা ও পরিবারের অন্যান্যরাও । তবে ভিডিওয় রাজকে দেখা যায়নি । সম্ভবত ভিডিওটি ক্যামেরাবন্দী করতে ব্যস্ত ছিলেন তিনি । 'আরবানা'য় নিজেদের বাড়ির বারান্দা থেকে হাততালি দিয়ে, শাঁখ বাজিয়ে সকলকে ধন্যবাদ জানালেন তাঁরা ।

View this post on Instagram

This is our gratitude to the entire Medical fraternity

A post shared by Raj Chakraborty (@rajchoco) on Mar 22, 2020 at 4:49am PDT

View this post on Instagram

#peace

A post shared by Raj Chakraborty (@rajchoco) on Mar 22, 2020 at 2:14am PDT

Published by:Simli Raha
First published:

Tags: Coronavirus, Janta Curfew, Raj Chakraborty