দেখে নিন এই মুহূর্তে কলকাতায় কোন কোন রুটে চলছে সরকারি বাস, রইল বাস নম্বরও

Last Updated:

এছাড়া আরও ৯টি রুটের বাস চলবে কলকাতা ও শহরতলির মধ্যে বিভিন্ন হাসপাতালকে সংযুক্ত করবে। এই সমস্ত রুটের বাস চালানোর জন্য ৩৮ টি বাস প্রস্তুত করে রাখা হয়েছে।

#কলকাতা: জরুরি পরিষেবা অব্যাহত রাখতে সব ধরণের পদক্ষেপ গ্রহণ করল রাজ্য পরিবহন দফতর। পরিবহণ দফতরের কর্মীদের জন্য এবার ব্যবস্থা করা হল বিশেষ পোশাকের। জীবাণুমুক্ত বা সংক্রমণ এড়ানো যাবে এমন পোশাক দেওয়া হল সরকারি বাসের চালক এবং কন্ডাক্টরদের। বিশেষ এই পোশাক Personal Protection Equipment যা করোনা নিয়ে আগে ভাগেই দফতরের কর্মীদের সচেতন করেছিল রাজ্য পরিবহণ দফতর।
সোমবার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল জরুরি কাজে যুক্ত ব্যক্তিদের নিয়ে আসা যাওয়ার জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হবে। তাদের জন্যই এই পিপিই ব্যবস্থা করে দেওয়া হয়েছে। প্রতিদিন তাদের যে সমস্ত সহকর্মী বাস চালানোর সঙ্গে যুক্ত থাকবেন তাদেরকে এই পোশাক দেওয়া হবে। পরিবহণ দফতরের তরফে উদ্যোগ নেওয়া হয়েছে হাসপাতালে যাওয়ার জন্য সরকারি বাস চালানো হবে। এই বিশেষ বাসে সুবিধা পাবেন রোগীর আত্মীয়রাও। বিশেষ বাসে তাদের হাসপাতালে যেতে সুবিধা হবে। এখন যেহেতু লকডাউন চলছে তাই স্বাস্থ্য ক্ষেত্রে যুক্ত কর্মীদের যাতায়াত প্রাধান্য পাচ্ছে সরকারের কাছে। সেই ভাবে রুট তৈরি করেছে রাজ্য সরকার।
advertisement
মোট ১৫টি রুটে চলবে এই স্পেশাল সরকারি বাস। যে সমস্ত রুটে চলবে এই বাসগুলি তা হল, S 24 যা হাওড়া স্টেশন থেকে শিয়ালদহ হয়ে কামালগাজির মধ্যে চলাচল করবে। যার ফলে এন আর এস, ন্যাশনাল মেডিকেল কলেজ ও বাইপাসের বিভিন্ন বেসরকারি হাসপাতাল যুক্ত থাকছে।
advertisement
C 26 বাস, যা হাওড়া স্টেশন থেকে বারুইপুরের মধ্যে চলবে। শিয়ালদহ হয়ে চলবে এই বাস। আগের মতোই বিভিন্ন হাসপাতাল যুক্ত হবে।বেলগাছিয়া থেকে কলকাতা স্টেশন হয়ে বাস যাবে বিমানবন্দরে৷  আর জি কর হাসপাতাল হয়ে সল্টলেকের বিভিন্ন হাসপাতাল এই রুটে যুক্ত থাকবে।
advertisement
গড়িয়া থেকে বারাসতের মধ্যে চলবে বাস। ই এম বাইপাসের ওপর সমস্ত হাসপাতাল যুক্ত হবে এই রুটে। C 37 রুটের বাস চলবে হাওড়া থেকে আমতলার মধ্যে। ডায়মন্ড হারবার রোডের ও আলিপুরের বিভিন্ন হাসপাতাল এই রুটে যুক্ত হবে।
একই রুটে চলবে S 12D  রুটের বাস। হাওড়া ও নিউটাউনের মধ্যে চলবে S 12 রুটের বাস। বেলেঘাটা আই ডি ও এন আর এস যুক্ত থাকবে।
advertisement
এছাড়া আরও ৯টি রুটের বাস চলবে কলকাতা ও শহরতলির মধ্যে বিভিন্ন হাসপাতালকে সংযুক্ত করবে। এই সমস্ত রুটের বাস চালানোর জন্য ৩৮ টি বাস প্রস্তুত করে রাখা হয়েছে। মাণিকতলা, পাইকপাড়া, ঘাসবাগান, বেলগাছিয়া, রাজাবাজার, সল্টলেক, টালিগঞ্জ, টিটাগড় ও লেক ডিপো থেকে এই বাসগুলি অপারেট করা হবে। এছাড়া স্বাস্থ্য ভবনের কর্মীদের নিয়ে আসা যাওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে আরও বেশ কয়েকটি বাস। সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সমস্ত বাস চালানোর জন্য কোনও ভাড়া নেওয়া হবে না।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
দেখে নিন এই মুহূর্তে কলকাতায় কোন কোন রুটে চলছে সরকারি বাস, রইল বাস নম্বরও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement