করোনার ভয়,এক বাড়িতে থেকেও শাশুড়ির সঙ্গে যা করছেন সোনম!শিক্ষনীয় এই ভিডিও দুরন্ত ভাইরাল
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
সামনা সামনি দেখা তো দূরের কথা, কোনও মতে ঘরের জানলা খুলে শাশুড়ির সঙ্গে কথা বলছেন অভিনেত্রী বৌমা!
#মুম্বই: নিজে রয়েছেন বাড়ির দোতলায়৷ একতলায় রয়েছেন শাশুড়ি৷ সেখান থেকেই বৌমা সঙ্গে প্রতিদিনের সক্ষাৎ সারছেন প্রিয়া আহুজা৷ সামনা সামনি দেখা তো দূরের কথা, কোনও মতে ঘরের জানলা খুলে শাশুড়ির সঙ্গে কথা বলছেন অভিনেত্রী বৌমা! বাড়ির বৌমা অভিনেত্রী বলে কথা, তাই তো এমন ব্যবহার তার পক্ষে করা সম্ভব বলে যদি কেউ ভেবে থাকেন, তাহলে একেবারেই ভুল৷ উল্টে পরিবারের সকলের ভালর কথা ভেবেই এই ব্যবস্থা৷ দেখলে ভাল লাগবে৷ এবং এই ভিডিওটি দেখে অনেকে এরকম প্রাকটিস করতেও পারেন৷
সদ্য লন্ডন থেকে ফিরেছেন সোনম কাপুর ও তার স্বামী আনন্দ আহুজা৷ তাই তিনি ও তার স্বামী পুরোপুরি স্বচ্ছা গৃহবন্দী বা হোম আইসোলেশেন গিয়েছেন৷ কারণ তাদের বাড়িতে রয়েছেন বয়স্ক অনেকেই৷ কোনও রকম ঝুঁকি নিতে চাননি তারা৷ বিমানবন্দরে এসে শারীরিক পরীক্ষা করিয়েছেন৷ আপাতত একঘরেই রয়েছেন দু’জনে৷ এমনকি খেতেও ঘর থেকে বেরচ্ছেন না৷ এই ঘরের ভিতরই তাদের খাবার দেওয়া হচ্ছে৷ শাশুড়ির মতো অন্যদের সঙ্গে দূরত্ব বজায় রাখছেন সোনম ও আনন্দ৷
advertisement
সোনম মনে করছেন যে করোনা প্রতিরোধে ভারত সরকার যথেষ্ট পদক্ষেপ নিয়েছে৷ অনেক ব্যবস্থা এবং সচেতনতা প্রচারও করা হচ্ছে৷ এবার সকলের উচিৎ নিজেদের সামাজিক দায়িত্ব পালন করা, বলছেন সোনম৷ যে কারণে বিদেশ থেকেই ফিরেই তিনি ও তার স্বামী এভাবে গৃহবন্দী হয়েছেন৷
advertisement
advertisement
Location :
First Published :
March 19, 2020 7:58 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনার ভয়,এক বাড়িতে থেকেও শাশুড়ির সঙ্গে যা করছেন সোনম!শিক্ষনীয় এই ভিডিও দুরন্ত ভাইরাল