‘১৫ মিনিট কড়া রোদে বসে থাকুন, শরীরে থাকা করোনা ভাইরাস মরে যাবে’, নয়া নিদান বিজেপির মন্ত্রীর

Last Updated:

এর আগে গোমূত্রকে ক্যানসারের মহৌষধ বলে দাবি করেছিলেন এই প্রতিমন্ত্রী ৷

#নয়াদিল্লি: দেশে দাপট বাড়ছে করোনার ৷ প্রতিদিনই হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ এই আতঙ্কের পরিবেশের মধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যপ্রতিমন্ত্রী অশ্বিনী চৌবের নয়া নিদান ৷ কড়া রোদে বসে থাকলেই এড়ানো যাবে বিপদ ৷ চড়া রোদে মরে যাবে শরীরে হানা দেওয়া করোনা ভাইরাস ৷ এর আগে গোমূত্রকে ক্যানসারের মহৌষধ বলে দাবি করেছিলেন এই প্রতিমন্ত্রী ৷
প্রতিনিয়তই বেড়ে চলেছে ভারতে আক্রান্তের সংখ্যা ৷ গবেষক থেকে চিকিৎসকেরা করোনা প্রতিষেধক খুঁজতে ব্যস্ত গবেষণা ও চিকিৎসায় ৷ এর মাঝেই করোনা সারাতে নিদান শোনা গেল খোদ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মুখে ৷ বৃহস্পতিবার সংবাদ সংস্থা এএনআই-কে অশ্বিনী চৌবে বলেন, বেলা ১১ টা থেকে ২টো সবথেকে বেশি তাপ ছড়ায় সূর্য ৷ সে সময় 15 মিনিট কড়া রোদে বসে থাকলে শরীরে বিটামিন-ডি-এর মাত্রা বাড়বে ৷ তাতে বৃদ্ধি পাবে শরীরের প্রতিরোধ ক্ষমতা ৷ এতেই ঘায়েল হবে করোনা ভাইরাস ৷
advertisement
বিশেষজ্ঞরা বলছেন, রোদ অর্থাৎ সূর্যের আলো ভিটামিন-ডি-এর খুব বালো উৎস, এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷ কিন্তু ভিটামিন ডি বা সূর্যের আলো করোনা ভাইরাসকে রুখে দিতে পারে এমন কোনও প্রমাণ নেই ৷ মহামারি নিয়ে বিজেপি নেতাদের তরফ থেকে রোজই নয়া নিদান আসছে ৷ কখনও দাবি উঠছে গোমূত্র খেলে করোনা ছুঁতে পারবে না সেরে যাবে, আবার কখনও রোহ পোহানো নিয়ে নয়া দাবি ৷ অশ্বিনী চৌবের এই দাবির আগেই বুধবার রাতে প্রধানমন্ত্রী মন্ত্রীদের কাছে করোনা ভাইরাস মহামারি নিয়ে কোনও অবৈজ্ঞানিক মন্তব্য না করার আর্জি জানিয়েছিলেন ৷ এমনকী সোমবার স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত করোনা ভাইরাস রুখতে কী করবেন আর কী করবেন না, তিন পাতার গাইডলাইনে রোদ পোহানোর কোনও কথার উল্লেখ নেই ৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
‘১৫ মিনিট কড়া রোদে বসে থাকুন, শরীরে থাকা করোনা ভাইরাস মরে যাবে’, নয়া নিদান বিজেপির মন্ত্রীর
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement