#নয়াদিল্লি: 'ভ্যাকসিন মৈত্রী' (Vaccine Maitri) কর্মসূচিতে গুয়ানাকে ৮০ হাজার কোভিশিল্ড (Covishield ) টিকা পাঠিয়েছে ভারত৷ করোনা প্রতিষেধক পাওয়ায় কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিজ (West Indies) ক্রিকেটাররা ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi)৷
রবিবার স্যার ভিভ রিচার্ডস (Sir Vivian Richards), রিচি রিচার্ডসন (Richie Richardson), জিমি অ্যাডামস (Jimmy Adams) ও রামনরেশ সারওয়ান (Ramnaresh Sarwan) ভিডিও বার্তা প্রকাশ করে মোদিকে কৃতজ্ঞতা জানালেন৷ গুয়ানার ভারতীয় দূতাবাস সেই ভিডিও ট্যুইটারে শেয়ার করেছে৷
West Indies cricketing greats @ivivianrichards @RichieRich2000 #jimmyadams #ramnareshsarwan thank #India @PMOIndia @narendramodi for donation of #MadeInIndia @SerumInstIndia #CovishieldVaccine to #Antigua #Guyana @CARICOMorg @AntiguaOpm @OPTGY @MEAIndia @DrSJaishankar @drkjsrini pic.twitter.com/olM3FItD0N
— India in Guyana (@IndiainGuyana) March 13, 2021
অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার মিলিত গবেষণায় তৈরি হয়েছে করোনা ভাইরাসের টিকা ‘কোভিশিল্ড’। সেই টিকা ভারতে উৎপাদন করছে পুণের সিরাম ইনস্টিটিউট। ভারত এই কোভিশিল্ডই পাঠিয়েছে প্রতিবেশী রাষ্ট্রগুলিকে৷ মলদ্বীপ, ভুটান, নেপাল ও বাংলাদেশ ছাড়াও ভারত করোনা টিকা সরবরাহ করেছে মায়ানমার ও সিশিলিসেও৷ পাকিস্তান ব্যতীত এই ৬টি প্রতিবেশী দেশকে বিনামূল্যে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। বন্ধুত্বের নিদর্শন হিসেবে এসব ভ্যাকসিন বিতরণ করা হচ্ছে।
আন্তর্জাতিক কূটনীতিতে ভারতের নতুন 'হাতিয়ার' হয়ে উঠছে প্রতিষেধক। মোট ৭১টি দেশে ইতিমধ্যেই ৫ কোটি ৮০ লক্ষ ডোজ টিকা সরবরাহ করেছে ভারত। এর মধ্যে ৮০.৭৫ লক্ষ ডোজ উপহার হিসেবে বিনামূল্যেই বিতরণ করা হয়েছে৷ গোটা বিশ্ব ভারতের এহেন কাজের ভূয়সী প্রশংসা করেছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: COVID -19 Vaccines, PM Modi