Shreya Ghoshal: ছোট্ট ছেলে ঘুমোচ্ছে, সেই সুযোগে যা করলেন গায়িকা শ্রেয়া ঘোষাল, দেখুন ভিডিও

Last Updated:

সন্তানের জন্মের পর থেকে তিনি ব্যস্ত, ছেলেকে নিয়ে৷

#মুম্বই: মে মাসের শেষে খুশির খবর শুনিয়েছেন তিনি৷ ছেলে হয়েছে বলি গায়িকা শ্রেয়া ঘোষালের (Shreya Ghoshal)৷ ছেলের নাম দেবায়ণ মুখোপাধ্যায় (Devyaan Mukhopadhyaya)৷ তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেছেন তিনি৷ আপাতত সদ্যোজাতকে নিয়ে ব্যস্ত শ্রেয়া৷ বাড়ির বাইরে বেরনোর উপায় নেই৷ তাই সারাদিনই ছেলের সঙ্গে ঘরেই কাটাচ্ছেন তিনি৷ সদ্য মা হয়েছেন, সেই নতুন দায়িত্ব উপভোগ করছেন তিনি৷ এবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করলেন শ্রেয়া৷ বাড়িতে ছেলেকে ঘুম পাড়িয়ে, চটজলদি একটা গুরুত্বপূর্ণ কাজ সেরে ফেললেন শ্রেয়া৷ কী করলেন, ভিডিও শেয়ার করে জানিয়ে দিলেন সকলকে৷
এখনও ছেলের এক মাসও হয়নি৷ তাই সারাদিন ছেলে যে ঘুমবে, সেটাই স্বাভাবিক৷ কিন্তু ছেলেকে ফেলে রেখে তো আর কোনও কাজ করতে পারেন না গায়িকা৷ তবে এই কাজটি করতেই হত৷ কারণ আপাতত এটাও অত্যন্ত জরুরি৷ টিকাকরণ৷ কারণ তিনি সুরক্ষিত থাকলেই তো ছেলেকেও নিরাপদে রাখতে পারবেন৷ ল্যাকটেটিং মাদার বা স্তন্যপান করাচ্ছেন যে সব মায়েরা, তারা নিশ্চিন্তে করোনা ভ্যাকসিন নিতে পারবেন৷ এমন নির্দেশিকা জারি করা হয়েছে৷ তাই অধিকাংশ মায়েরাই টিকা নিচ্ছেন৷ এর ফলে তাদের করোনা সংক্রমণের ঝুঁকি অনেকটা কমছে এবং শিশুরাও সুস্থ থাকছে৷ ফলে শ্রেয়াও ব্যতিক্রম নন৷ তিনিও নিয়ে নিলেন তাঁর টিকার প্রথম ডোজ৷ সেই ভিডিও পোস্ট করলেন শ্রেয়া৷
advertisement
advertisement
advertisement
শ্রেয়া লিখলেন যে দেবায়ণ যখন বাড়িতে শান্তিতে ঘুমোচ্ছে, তখন আমি বাইরে এসে চট করে ভ্যাকসিন নিয়ে নিলাম৷ সদ্য যারা মা হয়েছেন, তাদের জন্য করোনা ভ্যাকসিন নিরাপদ৷ চিকিৎসকের পরামর্শেই আমিও নিলাম কোভিড টিকা৷ তিনি অন্য মায়েদেরও টিকা নিতে আর্জি জানিয়েছেন৷ এই পোস্টের সঙ্গে নিজের একটি গান জুড়েছেন গায়িকা৷ বরফি ছবির এই গানের মধ্যে রয়েছে সুন্দর পৃথিবী গড়ার ডাক৷ অর্থাৎ শ্রেয়ার এই পোস্ট এবং গান খুবই অর্থবহ৷ তিনি বলতে চাইছেন যে এভাবে সতর্ক থেকে, চিকিৎসকদের কথা মেনে আগামী দিনগুলি সুন্দর করে তুলতে পারব আমরা৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Shreya Ghoshal: ছোট্ট ছেলে ঘুমোচ্ছে, সেই সুযোগে যা করলেন গায়িকা শ্রেয়া ঘোষাল, দেখুন ভিডিও
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement