লকডাউনের মেয়াদ বাড়ানোর দরকার নেই, বিরোধিতায় শিবরাজই প্রথম মুখ্যমন্ত্রী
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
এখনও পর্যন্ত সব মুখ্যমন্ত্রীই লকডাউনের মেয়াদ বাড়ানোর অনুরোধ করেছেন৷ শিবরাজ সিংই একমাত্র মুখ্যমন্ত্রী, যিনি লকডাউনের বিরোধিতা করেছেন৷
#নয়াদিল্লি: করোনা ভাইরাস রুখতে লকডাউনের মেয়াদ বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ ব মুখ্যমন্ত্রীই৷ একমাত্র বাদ সাধলেন মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান৷ মধ্যপ্রদেশে বিজেপি-র এই দাপুটে নেতা শিবরাজই একমাত্র মুখ্যমন্ত্রী, যিনি ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানোর বিরোধিতা করলেন৷
'Jaan bhi and Jahan bhi' - a future where people care about both the aspects, follow their duties and abide by the directions of the government - this will be important for India's prosperous and healthy future: PM Modi https://t.co/jw4pOi2DLG
— ANI (@ANI) April 11, 2020
advertisement
advertisement
এখনও পর্যন্ত সব মুখ্যমন্ত্রীই লকডাউনের মেয়াদ বাড়ানোর অনুরোধ করেছেন৷ শিবরাজ সিংই একমাত্র মুখ্যমন্ত্রী, যিনি লকডাউনের বিরোধিতা করেছেন৷ সূত্রের খবর, তাঁর বক্তব্য, দেশজুড়ে যত এলাকা করোনা ভাইরাসের হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেই জায়গাগুলি একেবারে সিল করে দেওয়া হোক৷ রাজ্যের বাকি জায়গায় নিষেধাজ্ঞা শিথিল থাক৷
PM has taken the correct decision to extend lockdown. Today, India’s position is better than many developed countries because we started lockdown early. If it is stopped now, all gains would be lost. To consolidate, it is important to extend it: Delhi CM Arvind Kejriwal pic.twitter.com/NNbqAZ0NsU
— ANI (@ANI) April 11, 2020
advertisement
প্রসঙ্গত, পঞ্জাব, ওডিশা ও রাজস্থান ইতিমধ্যেই ৩০ এপ্রিল পর্যন্ত শাটডাউনের ঘোষণা করে দিয়েছে৷ এর আগে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখ রাও-ও মোদির কাছে অনুরোধ করেন, লকডাউন বাড়ানো হোক৷ কঠোর পরিশ্রম করে অর্থনীতির হাল ফেরানো যায়৷ কি্তু জীবন তো ফেরানো যায় না৷
Location :
First Published :
April 11, 2020 4:28 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
লকডাউনের মেয়াদ বাড়ানোর দরকার নেই, বিরোধিতায় শিবরাজই প্রথম মুখ্যমন্ত্রী