হুড়মুড়িয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, জেনে নিন কলকাতার কন্টেনইমেন্ট জোনের নতুন তালিকা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
কন্টেনইমেন্ট জোনের আওতায় কলকাতার একাধিক এলাকা
#কলকাতা: সারা দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ ৬ সপ্তাহের টানা লকডাউনের পরেও পশ্চিমবঙ্গে বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ এরইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কনটেইমেন্ট জোনের সংখ্যা ৷ সোমবার ৫১৬ টি কনটেইমেন্ট জোন ঘোষণা করা হয়েছে ৷ ২৮ এপ্রিলে যে তালিকা এসেছিল এদিন তার থেকে ১৬৮ টি কন্টেনইমেন্ট জোন বেশি ৷ আর এই বেশি হতে থাকা তালিকার সিংহভাগই কলকাতায় ৷
দেখে নিন কলকাতায় কোন কোন জায়গা নতুন করে কন্টেনইমেন্ট জোনের আওতায় এল ...
কলকাতা পুরসভার ১ নম্বর বরো
advertisement
কন্টেনইমেন্ট জোন ২১
৬১-শোভাবাজার স্ট্রিট,৬৯-১৬০ শোভাবাজার স্ট্রিট
১-৫ নন্দরাম সেন লেন, H/22 জেকে ঘোষ রোড
কৃষ্ণ মল্লিক লেন, ৮৬ বেলগাছিয়া রোড, 75/A ক্ষুদিরাম বোস সরণি
----------
কলকাতা পুরসভার ২ নম্বর বরো
কন্টেনইমেন্ট জোন ২৪
advertisement
বিডন স্ট্রিট, নলিন সরকার স্ট্রিট,কাশী বোস লেন
ডালিমতলা লেন-বিডন স্ট্রিট,ভবানাথ সেন স্ট্রিট
এপিসি রোড-শ্যামবাজার,হরি ঘোষ স্ট্রিট
রাজা ধীরেন্দ্র স্ট্রিট, বিনায়ক টাওয়ার
ভীম ঘোষ লেন, রাম নারায়ণ ভট্টাচার্য লেন
----
কলকাতা পুরসভার ৩ নম্বর বরো
কন্টেনইমেন্ট জোন ২০
গণপতি সরকার লেন, গণপতি অ্যাপার্টপেন্ট, বিপ্লবী বারীণ ঘোষ সরণি, পটুয়াপাড়া লেন, নারকেলডাঙা নর্থ রোড, নারকেলডাঙা মেইন রোড, ষষ্ঠীতলা রোড, মতিলাল বসাক লেন, মণিকরণ কমপ্লেক্স, বারোয়ারিতলা রোড
advertisement
---
কলকাতা পুরসভার ৪ নম্বর বরো
কনটেইনমেন্ট জোন ৩৫
স্ট্যান্ড ব্যাঙ্ক রোড, হরিরাম স্ট্রিট
হরিরাম গোয়েঙ্কা স্ট্রিট, পাথুরিয়াঘাটা স্ট্রিট
রমেশ দত্ত স্ট্রিট, শেঠ বাগান লেন
বৈষ্ণব সম্মিলনী লেন, সুকিয়া স্ট্রিট
আর্মহার্স্ট রো, ক্যানাল ওয়েস্ট রোড
---
কলকাতা পুরসভার ৫ নম্বর বরো
কন্টেনইমেন্ট জোন ৩৩
১৪ গ্যাস কম্পানি, খালপাড়, নারকেলডাঙা
বেনিয়াটোলা লেন, কেশবচন্দ্র সেন স্ট্রিট
advertisement
145B সিআর অ্যাভিনিউ, বড়বাজার
৮৮ মেডিক্যাল কলেজ-কলেজস্ট্রিট
২১২/C এম জি রোড-পোস্তা, আমরাতলা স্ট্রিট
---
কলকাতা পুরসভার ৬ নম্বর বরো
কন্টেনইমেন্ট জোন ৩৭
ইডেন হাসপাতাল লেন, ১৫ রাজা সুবোধ মল্লিক সরণি
তালতলা বাজার স্ট্রিট, ২ তাঁতি বাগান লেন
৭৪ লালমোবন ভট্টাচার্য রোড, ইসমাইল স্ট্রিট
হরেকৃষ্ণ কোঙার রোড-বেনিয়াপুকুর, এলিয়ট রোড
---
পুরসভার ৭ নম্বর বরো/ কনটেইনমেন্ট জোন ৫২
advertisement
রাণি রাসমণি গার্ডেন লেন, শিবতলা লেন-বেলেঘাটা
১২ গোবিন্দ খটিক রোড-ট্যাংরা
তিলজলা রোড-দাড়াপাড়া বস্তি,মসজিদ বাড়ি লেন
৮৩/২ তপসিয়া রোড দক্ষিণ, আনন্দপুর-তপসিয়া
১৭২/B পার্কস্ট্রিট, গুলাম জালানি খান রোড
---
কলকাতা পুরসভার ৮ নম্বর বরো
কন্টেনইমেন্ট জোন ১৫
১০০/১ কড়েয়া রোড-বালিগঞ্জ
বেকবাগান রো, ৪৭/এ হাজরা রোড
৩৯/বি বেলতলা রোড, ৭ ক্লার্ক স্ট্রিট
৩১/এ পণ্ডিতিয়া প্লেস, পি৩৮১ কেয়াতলা লেন
advertisement
১৪৭ এস পি মুখার্জি রোড, পদ্মপুকুর রোড
---
কলকাতা পুরসভার ৯ নম্বর বরো
কন্টেনইমেন্ট জোন ১৮
রাণি সঙ্করী রোড, চেতলা হাট রোড
২৮/১ জাজেস কোর্ট রোড, ৭/২ ডায়মন্ডহারবার রোড
মোহনচাঁদ রোড-পদ্মপুকুর ইস্ট লেন
৩৪/১ কবি তীর্থ সরণি-খিদিরপুর
৩/এ গঙ্গাধর ব্যানার্জি লেন,এইচ/৩২ ভূকৈলাশ রোড
---
কলকাতা পুরসভার ১০ নম্বর বরো
কন্টেনইমেন্ট জোন ৫
advertisement
১৫/৬ রহিম ওস্তাগার রোড,অজন্তা রোড-সন্তোষপুর
১৪০ প্রিন্স আনোয়ার শা রোড, ইব্রাহিমপুর রোড
সেন্ট্রাল রোড-যাদবপুর, যাদবপুর সাউথ রোড
রামঠাকুর সরণি-যাদবপুর, অরবিন্দ নগর-গলফগ্রিন
---
কলকাতা পুরসভার ১১ নম্বর বরো
কন্টেনইমেন্ট জোন ৯
হিন্দ রোড, শ্রায়ন বিপি টাউনশিপ-পাটুলি
সতীন্দ্র পল্লি-ব্রহ্মপুর-গড়িয়া
রামকৃষ্ণনগর-গড়িয়া,আনন্দপল্লি-পূর্ব পুটিয়ারি
রিজেন্ট পার্ক-ঠাকুরপাড়া
---
কলকাতা পুরসভার ১২ নম্বর বরো
কন্টেনইমেন্ট জোন ১৩
অভিষিক্তা টু, এপিসি পার্ক-বাঘাযতীন
ইডি ৮৩-রাজডাঙা মেইন রোড
২৩৬ মাদুরদহ হাউজিং, চৌবাগা মাঝিপাড়া
১১/১২ EKTP আনন্দপুর, বি/২৫ বাঘাযতীন পার্ক
৭৩ অহল্লা নগর, সি২৩১ মহল অ্যাপার্টমেন্ট
---
কলকাতা পুরসভার ১৩ নম্বর বরো
কন্টেনইমেন্ট জোন ২
ডায়মন্ড সিটি টাওয়ার টু
রায়বাহাদুর রোড-নিউআলিপুর
বিএল শা রোড, পি এন মিত্র লেন
---
কলকাতা পুরসভার ১৪ নম্বর বরো
কনটেইনমেন্ট জোন ২
পি২৮০ বেহালা এয়ারপোর্ট রোড
বেচারাম চ্যাটার্জি রোড
রাজীব গান্ধি শিশু উদ্যান
---
কলকাতা পুরসভার ১৫ নম্বর বরো
কনটেইনমেন্ট জোন ২৪
মিঠাতালাব-বটতলা, একে রোড-বদরতলা
লেনিন রোড, বদরতলা-রাজাবাজার
বিপি রোড আয়ুব নগর-বদরতলা
আবদুল কবির রোড, প্রিন্স দিলওয়ার ঝা লেন
বাংলা বস্তি গার্ডেনরিচ, শ্যামলাল লেন
---
কলকাতা পুরসভার ১৬ নম্বর বরো
কন্টেনইমেন্ট জোন ২
৫৬ সন্তোষ রায় রোড, ব্রজমণি দিব্য রোড
সুবানা পাড়া,নারায়ণ রোড, কেকে রোড
ডায়মন্ডহারবার রোড
view commentsLocation :
First Published :
May 05, 2020 1:12 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
হুড়মুড়িয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, জেনে নিন কলকাতার কন্টেনইমেন্ট জোনের নতুন তালিকা